ফাইল ছবি

ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন আছে, চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ছাত্রদের একজন সৌম্য সরকার। সেটার অবশ্য যথেষ্ট কারণও আছে। প্রথম দফায় যখন বাংলাদেশের কোচ ছিলেন তিনি, তখন দলের নিয়মিত সদস্য ছিলেন এই ব্যাটার। এরপর ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েন। কিন্তু ৬ বছর পর আবার যখন হেড কোচের ভূমিকায় হাথুরু, তখন আরও একবার সৌম্যের ওপর বাড়তি নজর এই লঙ্কান মাস্টারমাইন্ডের। কিন্তু গুরুর এমন ছায়াতেও থিতু হতে পারছেন না এই ব্যাটার!   

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও আহামরি কোন পারফর্ম করতে পারেননি সৌম্য। তারপরও তাকে সুযোগ দেওয়া হয়েছে ইমার্জিং এশিয়া কাপে। চলমান এই আসরের প্রথম ম্যাচে অবশ্য ফেরার আভাসই দিলেন এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। 

সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। উল্টো ৪৭ বলে ৪২ রান করে সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ সঙ্গী করে। 

এই আসর শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলেছে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানেও ব্যর্থ ছিলেন সৌম্য। সিরিজের সবকটি ম্যাচেই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেননি। যখন দলের প্রয়োজন ছিল তার উইকেটে থাকা তখনই ফিরেছেন সাজঘরে। 

এইচজেএস