সৌম্যদের বিপক্ষে ব্যাটিংয়ে লঙ্কানদের উড়ন্ত শুরু
শ্রীলঙ্কার মাটিতে আজ (১৩ জুলাই) থেকে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপের আসর। উদ্বোধনী দিনে স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচের শুরুতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছে লঙ্কানদের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তারা ৫৯ রান সংগ্রহ করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেটে ৯৮ রান করেছে শ্রীলঙ্কা। ওপেনার বিনুরা ফার্নান্দো ৪৭ (৫৩ বল) এবং মিনোদ ভানুকা ১৯ রানে অপরাজিত আছেন। এর আগে ওপেনার লাসিথ ক্রুসপুলেকে ফিরিয়েছেন টাইগার স্পিনার শেখ মেহেদী। নাঈম শেখের তালুবন্দী হওয়ার আগে ক্রুসপুলে করেছেন ৩১ রান (২৮ বল)।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।
শ্রীলঙ্কা ‘এ’ দলের একাদশ : আভিষকা ফার্নান্দো, লাসিথ ক্রুসপুলে, দুনিথ ওয়েল্লালাগে (অধিনায়ক), পাসিন্দু সুরিয়াবান্দারা, আসেন বান্দারা, মিনোদ ভানুকা, সেহান আরচ্চিগে, চামিকা করুনারত্নে, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।
বাংলাদেশ ‘এ’ দলের একাদশ : সাইফ হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও নাঈম শেখ।
এসএইচ/এএইচএস