প্রধানমন্ত্রীকে ‘না’ বলা অসম্ভব : তামিম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কান্নাভেজা অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এরপর তিনি নিজেও স্বীকার করেছেন প্রধানমন্ত্রীকে ‘না’ বলা সম্ভব নয়। নাজমুল হাসান পাপন যখন তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন, তখন মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে প্রধানমন্ত্রী এই ওপেনারকে গণভবনে ডাকেন। এরপরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ভক্তদের চাওয়া পূর্ণ করে মাস খানেকের বিশ্রাম শেষে ক্রিকেটে ফেরার কথা জানান তামিম।
পরবর্তীতে স্ত্রী আয়েশা ইকবাল ও প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’
Can't say no to the honourable prime minister
Posted by Tamim Iqbal on Friday, July 7, 2023
তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানানোর পর বলেন, ‘এরপর পাপন ভাই কথা বলবেন।’
বিসিবি সভাপতি পাপন সংবাদকর্মীদের বলেছেন, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়ত এটার একটা সমাধান পাব। আজকে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয়নি।’
এএইচএস