জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই অবসরের সিদ্ধান্তে গোটা ক্রীড়াঙ্গনেই চলছে নানা আলোচনা-সমালোচনা।

তামিম ইকবাল নিজ জেলা চট্টগ্রামেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও চট্টগ্রামেরই সন্তান। মামুনুলের দৃষ্টিতে তামিমের এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা, ‘সামনে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভালো একটি সম্ভাবনা ও প্রত্যাশা রয়েছে। এর আগে অধিনায়কের অবসরের ঘোষণা দেশের ক্রিকেটের বড় ধাক্কা।’

ক্রিকেটের জন্য ধাক্কা হলেও তামিম পরিকল্পনামাখিকই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ফুটবল দলের সাবেক এই অধিনায়ক, ‘তামিম একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। আন্তর্জাতিক মানের সকল ক্রীড়াবিদই অবসরের সিদ্ধান্তটা নিজের ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করেই নেন। তামিমও নিশ্চয়ই নিজের জন্য যেটা সঠিক সেটাই করেছেন।’

জাতীয় ফুটবল দলের আরেক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি তামিমের সিদ্ধান্তে কিছুটা বিস্মিত হয়েছেন, ‘বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ চলমান। যেখানে সে অধিনায়কত্ব করছে। চলমান সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়াটা খুবই বিস্ময়কর।’

সাম্প্রতিক সময়ে তামিমের ফর্ম, ফিটনেস ও কোচের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। সব কিছু সমন্বয় করেই তামিমের অবসরের ঘোষণা আসার মতো ছিল বলে মত এমিলির, ‘এই সিরিজ শেষে বোর্ডের সঙ্গে আলোচনা করে আরও সুন্দর সমাপ্তি হতে পারত। তামিমের মতো ক্রিকেটারের মাঠ থেকেই বিদায় নেওয়া উচিত।’

দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তামিমের আকস্মিক সিদ্ধান্তে খানিকটা দ্বিধান্বিত, ‘তামিম অবসরের ঘোষণা দিয়েছেন কিন্তু কেন দিলেন সেটা স্পষ্ট করে বলেননি। নিশ্চয়ই এর পেছনে লুকায়িত কোনো কারণ রয়েছে।’

দেশীয় হকির সুপারস্টার রাসেল মাহমুদ জিমি তামিমের অবসরকে ক্রিকেটের বড় শূন্যতা হিসেবে দেখছেন, ‘আরও একজন ভালো মানের ক্রিকেটার আমরা হারালাম। তার মতো ওপেনার বাংলাদেশে আর সহসাই আসবে না।’

এজেড/এএইচএস