মেয়েদের ক্রিকেটে দলগতভাবে কিছুটা পিছিয়ে আছে শ্রীলঙ্কা। যার প্রভাবে র‌্যাংকিংয়েও তাদের তেমন ভালো অবস্থান মেলে না। তবে এবার প্রথমবারের মতো প্রথম কোনো লঙ্কান নারী ক্রিকেটার হিসেবে ব্যাটারদের শীর্ষে উঠেছেন চামারি আতাপাত্তু। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে তিনি দুর্দান্ত পারফর‌ম্যান্স করেছেন। র‌্যাংকিংয়ে যার সুফলও হাতেনাতে পেয়েছেন তিনি।

কিউইদের বিপক্ষে তিন ওয়ানডেতে দুটি সেঞ্চুরিসহ ২৪৮ রান করেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু। যা অস্ট্রেলিয়ান ব্যাটার বেথ মুনিকে নম্বর ওয়ান পজিশন থেকে হটাতে যথেষ্ট ছিল। এর আগে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারানোর সুখস্মৃতি পেয়েছে শ্রীলঙ্কার নারী দলটি।

আরও পড়ুন >> দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

প্রথম কোনো লঙ্কান ব্যাটার হিসেবে এর আগে নম্বর ওয়ান ব্যাটার হওয়ার কৃতিত্ব ছিল সনাৎ জয়সুরিয়ার। পরবর্তীতে পুরুষ ও নারী ক্রিকেটে দেশটির কোনো ক্রিকেটারই এই কীর্তি গড়তে পারেননি। ফলে নারীদের ক্যাপ্টেন চামারি আতাপাত্তু দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক নম্বরে উঠেছেন।

র‌্যাংকিংয়ে ৬ ধাপ লাফ দিয়ে আতাপাত্তু সিংহাসনে বসায় ওয়ানডে ব্যাটারদের প্রথম দশে অনেক রদবদল ঘটেছে। একধাপ করে পিছিয়েছেন বেথ মুনি, লরা উলভার্ট, ন্যাট সিভার, মেগ ল্যানিং, হারমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধনা। ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট এক ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় প্রথম দশে প্রবেশ করেছেন।

আইসিসির সেরা ১০ নারী ওয়ানডে ব্যাটার
১. চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
২. বেথ মুনি (অস্ট্রেলিয়া)
৩. লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
৪. ন্যাট সিভার (ইংল্যান্ড)
৫. মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
৬. হারমনপ্রীত কৌর (ভারত)
৭. স্মৃতি মন্ধনা (ভারত)
৮. এলিস পেরি (অস্ট্রেলিয়া)
৯. স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
১০. ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)

এএইচএস