ফাইল ছবি

লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে জনি বেয়ারস্টোর আউট নিয়ে অস্ট্রেলিয়াকে এক হাত নিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বাজবল ধারণায় ভর করে আগ্রাসী মেজাজে টেস্ট খেলে আলোড়ন ফেলেছিলো ইংল্যান্ড। সে দলই এবার পরপর অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে বসলো প্রতিদ্বন্ধী অস্ট্রেলিয়ার কাছে। ৪৩ রানে লর্ডসে হেরে প্যাট কামিন্সের বিপক্ষে ক্রিকেটের স্পিরিট নিয়ে প্রশ্ন তুলে দিলেন স্টোকস। 

ইংলিশ দলনায়কের দাবি, একই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের বিপক্ষে এমন কাজ করতো না তাঁর দল। অ্য়ালেক্স ক্যারি বেয়ারস্টোকে যেভাবে আউট করেছেন তা ক্রিকেট স্পিরিটের বিরোধী বলে মনে করেছেন অনেকে। ইংলিশ সমর্থকদের মতো অনেকেই মনে করেন, এভাবে বেয়ারস্টোর আত্মঘাতি আউট না হলে লর্ডস টেস্ট জিতে যেতো ইংল্যান্ড। যা নিয়ে হতাশা প্রকাশা করেছে বেন স্টোকস। 

ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘অনফিল্ড আম্পায়ার যেখানে কিছু বলছেন না, সেখানে কি থার্ড আম্পায়ারের কাছে যাওয়াটা যুক্তিযুক্ত? জনি ক্রিজে ছিল, পরে ও বেরিয়েছে। আমি সত্যিটাকে অস্বীকার করছি না, তবে এটা আউট ছিল। তবে আমি আম্পায়ারকে বলব কেন উনি আবেদন প্রত্যাহার করলেন না। কারণ এখানে ম্যাচের স্পিরিটটা নষ্ট হয়েছে।'

এইচজেএস