ইমার্জিং এশিয়া কাপে চোখ রাখছেন হাথুরু
আগামী ১৪ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। এবারের আসর মাঠে গড়াবে শ্রীলঙ্কার মাটিতে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে ১৪ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।
আর ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরে চোখ রাখছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরাসিংহে। আজ সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরু। সেখান এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
বিজ্ঞাপন
হাথুরুসিংহে বলেন, ‘আপনি যদি আমাদের কম্বিনেশন দেখেন, ওই দলে আমরা শুধু অনূর্ধ্ব-২৩ এর মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে নিয়েছি। কারণ, এ বছর এই টুর্নামেন্ট বয়সের সীমাবদ্ধতা ছাড়াই হচ্ছে। আমার মতে, এশিয়ার সব দল এই টুর্নামেন্টকে ক্রিকেটারদের ফর্ম দেখার ও পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। একই সময়ে আমাদের খুব স্থিতিশীল দল রয়েছে। কেউ যদি অনেক রান করে, তাহলে (দল) বাছাইয়ের জন্য নিজের নাম তুলতে পারবে।’
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যঞ্জয় চৌধুরি, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব।
এসএইচ/এইচজেএস