শাস্তি পেলেন হাসারাঙ্গা
আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার স্পিনার ভানিন্দু হাসারাঙ্গাকে তিরস্কার করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই লেগ স্পিনারের নামের পাশে।
শুক্রবার বুলাওয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আচরণবিধির আইসিসি লেভেল-১ ভঙ্গ করেন হাসারাঙ্গা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন এই লঙ্কান ক্রিকেটার।
বিজ্ঞাপন
ব্যাট দিয়ে আঘাত করার মধ্য দিয়ে আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেন হাসারাঙ্গা। আইসিসির আচরণ বিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের উপকরণ ক্ষতিসাধন করা আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত।
এদিকে, আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হাসারাঙ্গা। ফলে, আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচে ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন তিনি। আসরে শ্রীলঙ্কার প্রথম তিন ম্যাচে টানা ৫ বা তার বেশি উইকেট নিয়ে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা। ১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে অন্তত পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াকার।
এইচজেএস