ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। আজ সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া আহরার আমিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। 

সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ৬ জুলাই বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে প্রোটিয়া যুবারা। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ৯ এবং ১১ জুলাই। প্রথম তিনটি ওয়ানডে আয়োজিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এরপর রাজশাহীতে ১৪ জুলাই মাঠে গড়াবে চতুর্থ ওয়ানডেতে। সিরিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১৭ জুলাই। 

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল-

ওপেনিং ব্যাটার: আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক।

মিডল অর্ডার ব্যাটার: আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাইম আহমেদ।

স্পিনার: পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান।

পেসার: তানভীর আহম্মেদ, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হোসাইন ইমন, মারুফ মৃধা।

এসএইচ/এইচজেএস