মেয়েদের অ্যাশেজ
পেরির ১ রানের আক্ষেপের পর সাদারল্যান্ডের সেঞ্চুরি
ছেলেদের পর মেয়েদের অ্যাশেজ সিরিজেও উত্তেজনা ছড়াচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে যেখানে বেন স্টোকসরা বাজবল ঘরানার ক্রিকেট খেলছেন, সেখানে অজি নারীদেরও দ্রুতগতিতে রান তোলার প্রবণতা দেখা যাচ্ছে। তবে এটাকে ঠিক বাজবল বলা যাচ্ছে না। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের চাপে পড়েন অজি ব্যাটাররা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন এলিসে পেরি। এরপর তিনি তাহিলা ম্যাকগ্রার সঙ্গে ১১৯ রান জুটি গড়েন। তবে দিন শেষে ১ রানের আক্ষেপে পুড়ছেন পেরি।
ইংল্যান্ডের নটিংহ্যামে একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন দুই সফরকারী ওপেনার। তবে দলীয় ৩৫ রানে তারা প্রথম ধাক্কা খায়। ২৩ রান করা পোয়েবে লিচফিল্ডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইংলিশ পেসার ক্যাট ক্রস। এরপর আরেক ওপেনার বেথ মুনিও ফিরে যান ব্যক্তিগত ৩৩ রানে।
বিজ্ঞাপন
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 23, 2023
৮৩ রানে ২ উইকেট হারানোর অস্ট্রেলিয়ার হাল ধরেন পেরি ও ম্যাকগ্রা। এরপর ম্যাকগ্রা ৬১ রানে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন পেরি। সোফি এক্লেসটনের বলে বোল্ড হওয়ার আগে ম্যাকগ্রা ৮৩ বলে ৮টি চার হাঁকান। পরবর্তীতে নামা জেস জনাসেনও পেরিকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন।
এরপর আর দৃঢ়তা দেখাতে পারেননি পেরিও। কিন্তু তার আক্ষেপ ১ রানের, ৯৯ করেই তিনি ২২ বছর বয়সী লরেন ফিলারের বলে উইকেট দিয়ে ফেরেন। সেঞ্চুরি করতে না পারলেও, এলিসে পেরি আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার সময় ট্রেন্ট ব্রিজের জনতা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। ১৫টি চারের বিনিময়ে ৬৪.৭১ স্ট্রাইকরেটে ১৫৩ বলে ৯৯ রান করেন পেরি। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। অন্যদিকে ইনিংসে এটি ছিল ফিলারের দ্বিতীয় উইকেট।
এরপর লড়াইয়ে ফেরে স্বাগতিক ইংলিশরা। কারণ ঠিক তখনই অজি ব্যাটিংয়ে ধস নামে। পরের ১৩ ওভারে মাত্র ৩৬ রানে আরও চার উইকেট পড়ে যায় সফরকারীদের। অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৭ উইকেটে ৩২৮ রান করে। দ্বিতীয় দিন খেলতে নেমে সেঞ্চুরি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩৯ রান।
— Female Cricket (@imfemalecricket) June 23, 2023
সাদারল্যান্ড ১১৬ রানে ক্রিজে অপরাজিত আছেন। ১৬০ বলের এই ইনিংসে তিনি চার হাঁকিয়েছেন ১৫টি। এছাড়া অ্যাশলে গার্ডনার করেছেন ৪০ রান। ইংলিশদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন এক্লেসটন। এছাড়া লরেন বেল এবং ফিলার দুটি করে উইকেট নিয়েছেন।
এএইচএস