বাজবলের পর এবার ইংল্যান্ডের ‘ব্রামব্রেলা’ তত্ত্ব
টেস্ট ক্রিকেট যে ভয়-ডরহীনভাবে খেলা যায় তা নতুন করে দেখিয়ে চলেছে ইংল্যান্ড। সংক্ষিপ্ত ফরম্যাটের মারকাটারি টুর্নামেন্ট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে কিছুটা ম্যাড়ম্যাড়ে টেস্টকে যেন তারা উজ্জীবিত করে তুলেছে। ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস জুটি মিলেই ইংল্যান্ড দলে নতুন এই বিপ্লব ঘটিয়েছেন। ইংলিশদের আক্রমণাত্মক সেই ক্রিকেটকে নাম দেওয়া হয়েছে বাজবল নামে। দর্শকদের মাঝে আগ্রহ জাগানো সেই তত্ত্বের পর এবার ‘ব্রামব্রেলা’ নামে নতুন টার্ম এনেছে দলটি।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালামের ডাক নাম ‘বাজ’। খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্মক দর্শনে বিশ্বাসী ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে এসেও তার দর্শন বদলায়নি। একইসঙ্গে তার শিষ্য স্টোকসও বরাবরই লড়াকু মানসিকতার। আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন, কখনও হাল ছাড়েন না। আক্রমণাত্মক মানসিকতার এই দুজনকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেওয়ায় অনেকের মাঝে হিতে বিপরীত হওয়ার শঙ্কাও ছিল। তবে সব শঙ্কা দূর করে অভিষেক সিরিজেই বাজিমাত করেছে তারা। বাজিমাত করেছে বাজবল তত্ত্ব!
বিজ্ঞাপন
— Test Match Special (@bbctms) June 18, 2023
প্রতিপক্ষ বোলারদের ওপর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে গড়া ম্যাককালাম-স্টোকস জুটি এখন পর্যন্ত ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে। চলমান অ্যাশেজেও শুরু থেকেই একই ঘরানার ক্রিকেট প্রদর্শনী দেখাচ্ছে ইংল্যান্ড। এবার লাল বলের সংস্করণে নতুন আরেকটি চমকপ্রদ কৌশল হাজির করেছেন ইংলিশরা। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু বার্মিংহ্যামের ডাক নামের সঙ্গে মিলিয়ে সেটাকে বলা হচ্ছে ‘ব্রামব্রেলা’।
আরও পড়ুন >> ইংল্যান্ডের প্রয়োজন ৭ উইকেট, অস্ট্রেলিয়ার ১৭৪ রান
‘ব্রামব্রেলা’ হচ্ছে মূলত আক্রমণাত্মক ফিল্ডিংয়ের মানসিকতা। এজবাস্টনে টেস্টের তৃতীয় দিন নতুন এই কৌশলের দেখা মিলেছে। সেঞ্চুরি হাঁকিয়ে লম্বা সময় ধরে উইকেটে থাকা অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে চাপে ফেলতে ব্রামব্রেলা ব্যবহার করেন স্টোকস। স্বাগতিকরা হাতেনাতে সেটার সুফলও পায়। এগিয়ে এসে ক্রিজের দুই পাশে সমান তিনজন করে ক্যাচিং পজিশনে থাকা মোট ছয়জন ফিল্ডারের মাথার ওপর দিয়ে বল হাঁকাতে গিয়ে কুপোকাত হন খাজা। ডানহাতি পেসার অলি রবিনসনের নিখুঁত ইয়র্কারে খাজার স্টাম্প ছিন্নভিন্ন হয়ে যায়।
অবশ্য ইংল্যান্ডের দেখানো এই কৌশল আগে ব্যবহৃত না হলেও, টার্মটি কিছুটা পরিচিত। ১৯৮১ থেকে ২০০১ সাল পর্যন্ত ২০ বছর বার্মিংহ্যামের ভেন্যুটির উইকেট ঢাকার কাজে বড় আকারের এক ধরনের কভার ব্যবহার করা হতো। সেটাকেও বলা হতো ‘ব্রামব্রেলা’। শব্দটি ‘ব্রাম’ ও ‘আমব্রেলা’ (ছাতা)— এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ‘ব্রাম’ হলো বার্মিংহ্যাম শহরের ডাক নাম। আর বৃষ্টির কবল থেকে পিচকে রক্ষায় ওই কভারের কার্যকারিতাকে প্রতিফলিত করে ‘আমব্রেলা’।
— Test Match Special (@bbctms) June 19, 2023
‘ব্রামব্রেলা’কে ‘রিভার্স আমব্রেলা’ও (উল্টো ছাতা) বলা হচ্ছে। বোলার ও উইকেটরক্ষকের মধ্যে একটি কাল্পনিক রেখা টানা হলে সেটা যেন ছাতার ডাঁট এবং ক্রিজের দুই পাশে থাকা তিনজন করে ফিল্ডার যেন ছাতার একেকটি শিক! তাৎক্ষণিক সেই কৌশলে লিডের পথে থাকা অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারিয়ে ইংলিশদের থেকে ৭ রান দূরত্বে থেকেই গুটিয়ে যায়। এরপর রোমাঞ্চকর সিরিজের শুরুতেই তৈরি করেছে বাড়তি উত্তেজনা।
এএইচএস