যাদের বিপক্ষে ব্যাট করতে কষ্ট হয় লিটনদের
সাম্প্রতিক সময়েই নয় শুধু, গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে প্রতিপক্ষের ওপর গতির তোপ দাগছেন টাইগার পেসাররা। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনরা নিজেদের পারফরম্যান্সের গ্রাফকে প্রতিনিয়ত উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। যার সর্বশেষ উদাহরণ হিসেবে বলা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের কথা।
একমাত্র টেস্টের দুই ইনিংসেই তাসকিন-শরীফুল ও এবাদতদের পেস আগুনে পুড়েছেন আফগান ব্যাটাররা, হয়েছেন দিশেহারা। আফগান কোনো ব্যাটারই সামান্য লড়াইটুকুও দেখাতে পারেননি। তবে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টে অভিষেক হওয়া অধিনায়ক লিটন দাস জানালেন ভিন্ন তথ্য। তার মতে, নেটে টাইগার পেসারদের বল সামলাতে কষ্ট হয় ব্যাটারদের। এমন স্বীকারোক্তি লিটন অকপটেই দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলছিলেন, ‘ওরা কত ভালো করছে, সেটা পিচ ম্যাপেই বোঝা যায়। ওরা এখন কাভার পয়েন্ট ছাড়া বল করছে। ওদের বিপক্ষে আমাদের নেটে ব্যাটিং করতেও কষ্ট হয়। তাতে আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এটা ধরে রাখতে পারলে নতুন ক্রিকেটাররা আরও আগ্রহী হবে।’
মিরপুরের উইকেট সাধারণত স্পিনবান্ধব হয়ে থাকে, তবে সবশেষ টেস্টে ছিল পেসারদের রাজত্ব। ভবিষ্যতে কখনও আবার বাংলাদেশ এমন উইকেট তৈরি করে খেলবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল লিটনের কাছে। ভারপ্রাপ্ত এই অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, সেটা নির্ভর করছে কেবল প্রতিপক্ষের শক্তি আর দুর্বলতার কথা চিন্তা করেই।
লিটন বলেন, ‘এটা নির্ভর করছে আমরা কার সঙ্গে খেলছি। এমন না যে শুধু স্পিন উইকেটে খেলব বা শুধু পেস উইকেটে খেলব। যার সঙ্গে খেলব তাদের শক্তি, দুর্বলতা সবকিছু পর্যালোচনা করে…যেভাবে বিভিন্ন দেশ হোম এডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। আমরাও সেটাই করব।’
এসএইচ/এএইচএস