শিরোনাম দেখে একটু চমকে যাওয়ার মতই। তবে বিষয়টি পরিস্কার করে বললে যা দাঁড়ায় তা হলো- হংকংয়ে অনুষ্ঠেয় নারী ইমার্জিং এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দেশটিতে অবস্থান করছে। প্রথম ম্যাচে টাইগ্রেস যুবারা বড় ব্যবধানে মালয়েশিয়াকে হারালেও, পরের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে যায়। তবে গ্রুপসেরা হয়ে ইতোমধ্যে সেমিফাইনালেও ওঠে গেছে লতা মন্ডলের দল। এরপরই তারা দুঃসংবাদ পেয়েছে। 

বাংলাদেশ ‌‘এ’ দলের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রুবাইয়া হায়দার ঝিলিক। হংকংয়েও তিনি নিজের স্বভাবজাত প্রতিভার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। তবে এর মাঝেই বাঁ-হাতি এই ওপেনার হাঁটুতে চোট পেয়েছেন। যার কারণে দেশে ফিরে আসতে হয়েছে তাকে। তার বদলিও ইতোমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঝিলিকের পরিবর্তে দলের সঙ্গে যোগ দেবেন সুমাইয়া আক্তার।।

মালয়েশিয়ার বিপক্ষে জুনিয়র টাইগ্রেসরা শুরুতে ব্যাট করে ১৪৮ রান সংগ্রহ করে। পুঁজি বড় না হলেও বাংলাদেশের বোলাররা জয়ের জন্য প্রয়োজনীয় অবদান রাখেন। ফলে ব্যাট করতে নেমে মালয়েশিয়া ৮ উইকেটে মাত্র ৫১ রানেই থেমে যায়। এতে বাংলাদেশ বড় জয় পায় ৯৭ রানে।

ওই ম্যাচে অবশ্য ব্যাট হ্যাতে বড় ইনিংস খেলতে পারেননি চোটের কারণে ছিটকে যাওয়া ঝিলিক। মোটে ১০ রান করে তিনি আউট হয়ে যান। সেখানেই শেষ, পরবর্তী দুটি ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। তবে দুই ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ  ‘এ’ দল। সেমিফাইনালে ঝিলিকের জায়গায় দলে ঢুকতে পারেন সুমাইয়া আক্তার।

এসএইচ/এএইচএস