সাকিব-লিটনদের প্রধান কোচ হোয়াটমোর
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শুরুতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন। এরপরই খবর আসে, টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও দল পেয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে।
টাইগার এই ক্রিকেটার খেলবেন সাকিবের দলের হয়েই। আর সাকিব-লিটনদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভ হোয়াটমোর। মন্ট্রিয়েল টাইগার্স হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে গতকাল নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
হোয়াটমোরের সাথে সখ্যতা সাকিবের অনেক আগে থেকেই। কেননা ২০০৭ বিশ্বকাপে টাইগারদের দায়িত্বে ছিলেন এই অজি ক্রিকেটার। তাই এবার তাকে হেড কোচ হিসেবে পাওয়াটা নিশ্চয়ই টাইগার পোস্টারবয়ের জন্য বাড়তি পাওয়া।
এদিকে সাকিব-লিটন ছাড়াও দলটিতে রয়েছেন বিশ্বের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।
এবারের আসরে এই লিগে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।
এসএইচ/এইচজেএস