‘বিশেষ’ উদযাপনের রহস্য জানালেন শান্ত
ক্যারিয়ারের শুরুর দিকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি নাজমুল হোসেন শান্তকে। তবে সেসব কালো সময়কে পেছনে ফেলে শান্ত এখন রঙ ছড়াচ্ছেন। ছুটছেন নিজস্ব গতিতে, যার প্রমাণ আবারও মিলেছে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শান্ত সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন বাঁধভাঙা উল্লাস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটে চুমু খেয়ে তার এমন বিশেষ উদযাপনের আসল রহস্যটা। কারণ হিসেবে এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘রান যখন করি না, তখন তো করতে পারি না। রান করার পর মন চায় উদযাপন করতে, এজন্য করি। এটা কারো উদ্দেশ্যে না। আমার নিজের ভালো লাগার জন্য করি।'
বিজ্ঞাপন
নিজের অনুশীলন এবং পরিশ্রমের উপর বিশ্বাস রেখে শান্ত বলেন, ‘পার্থক্য কোনো কিছুই নেই। আমি সবসময় বিশ্বাস করতাম আমার অনুশীলনের ধরন বা কতটুক কঠোর পরিশ্রম করছি বা কোন জিনিসটা করা দরকার। আমার ওই বিশ্বাস ছিল যে ঠিকভাবে এগোচ্ছি, অনুশীলনে এফোর্টটা ঠিকভাবে দিচ্ছি। কিন্তু ফল আসছিল না। অবশ্যই যখন রান করবো না তখন তো একটা খারাপ লাগা কাজ করেই।’
‘কিন্তু ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করিনি কখনও, খুবই সত্যি কথা এটা। আশেপাশের কথাবার্তা এসব নিয়েও চিন্তা করি নাই। হ্যাঁ, অনেক সময় খারাপ লাগা কাজ করেছে। তবে খুব বেশি ফোকাস করিনি। আমার মূল ব্যাপার ছিল কোথায় ঘাটতি আছে, সেটাতে উন্নতি করা। তখন ফলাফল আসেনি, এখন আসছে, এটা কন্টিনিউ করতে চাই।’-আরও যোগ করেন শান্ত।