ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচের খেলায় কোনো টিভি চ্যানেল সম্প্রচার করে না। যে কারণে ঘরোয়া ক্রিকেটের খেলা অনেক দর্শকই উপভোগ করতে পারেন না। তবে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের খেলাও দেশি কোনো টিভি চ্যানেল সরাসরি দেখায়নি।

চেমসফোর্ডে গড়ানো তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কোনো চ্যানেলে না দেখানোর পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও জাতীয় দলের অনেক ম্যাচ সরাসরি টেলিকাস্ট করতে পারেনি দেশের টিভি চ্যানেল।
তবে সেই সমস্যার সমাধানে এবার এগিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

আজ সোমবার নিজেদের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বিসিবি টিভি নামে চ্যানেলের জন্য আবেদনের কথা জানান। 

এ সময় পাপন বলছিলেন, 'খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।'

এসএইচ