বোলারদের নিয়ে যে পরিকল্পনা লিটনের
বুধবার থেকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। মাঠে নামার আগে অবশ্য আলোচনায় রয়েছে একমাত্র টেস্টের উইকেট। কেননা মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের কোন উইকেটে টাইগাররা খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে হালকা ঘাসযুক্ত পেস বান্ধব উইকেটেই হতে পারে ম্যাচটি।
আজ সোমবার সংবাদ সম্মেলনে এসে অবশ্য ঘাসযুক্ত উইকেটে ভালো খেলার চ্যালেঞ্জের কথা জানিয়ে লিটন বলেন, 'অনেক দিন ধরে মিরপুরে যখন খেলা হয় সবগুলাই ঘূর্ণি উইকেটে খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই আমরা কিভাবে ঘাসের উইকেটে ভালো খেলি। এখন বিষয় এটা যে আমরা কিভাবে টিকে থাকি, বড় স্কোর করতে পারি। এরকম টিমের সাথে আপনি সাধারণত বাউন্সি উইকেটে খেলবেন এটাই স্বাভাবিক।’
বিজ্ঞাপন
আফগানিস্তানের বিপক্ষে একাদশে কয়জন পেসার খেলাবেন এমন প্রশ্নে লিটন বলেন, 'আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখেন এটা নির্ভর করে আপনি কোন উইকেটে খেলতে চান। যদি ইভেন উইকেটে খেলেন তাহলে আপনার পাঁচটা বোলার লাগবেই। আমি সব সময় ইভেন উইকেটে পাঁচটা বোলার প্রেফার করি।'
আফগানিস্তানের বিপক্ষে শুধু জয়ের কথায় ভাবছেন লিটন। তবে রেজাল্ট সবসময় হাতে আসবে না এটাও মনে করিয়ে দিলেন টাইগার অধিনায়ক, ‘যে কোনো টিমের সঙ্গে আপনি জেতার জন্যই যাবেন। কেন জেতার জন্য যাবেন না? এতদিন পরিশ্রম করছি, শুধুমাত্র একটা জিনিসের জন্যই। আমরা যেকোনো টিমের সঙ্গে খেলার জন্য এই জিনিসটাই চেষ্টা করি। রেজাল্ট সবসময় আপনার হাতে আসবে না। এটা মানতে হবে।’
এসএইচ/এইচজেএস