সাকিব ভাই থাকা মানেই দল ভারসাম্যপূর্ণ: লিটন
বাঁহাতি অর্থডক্স স্পিনের পাশাপাশি মিডল অর্ডারে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং সবমিলিয়ে কার্যকরী একজন অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন একজন ক্রিকেটার যেকোনো সংস্করণেই দলের ভারসাম্য এনে দেয়। আর টেস্টে বাংলাদেশের মতো দলের জন্য সাকিব যেন বাড়তি পাওয়া। অন্যদিকে তার অনুপস্থিতিতে একাদশ সাজাতে হিমশিম খেতে হয় টিম ম্যানেজমেন্টকে। এবার তা অকপটে স্বীকার করে নিলেন আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ঢাকা টেস্ট বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া লিটন দাসও।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে আঙুলের চোটে পড়েন সাকিব। ফলে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন তিনি। যদিও ইতোমধ্যেই হালকা অনুশীলনে ফিরেছেন তবে খেলতে পারছেন না আফগানিস্তানের বিপক্ষে। এই অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতিতে নিশ্চিতভাবেই ভুগবে দল।
বিজ্ঞাপন
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'সাকিব ভাই থাকা মানে দুই দিক থেকে ব্যালেন্স। কিছু ওভার বোলিং পাবেন ব্যাটিংও পাবেন। স্বাভাবিকভাবে সাকিব ভাই যখন না খেলেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিটা বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশ দলের জন্য। কিন্তু টেস্টে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বোলার আছে ফলে বোলিংয়ে খুব বেশি ঘাটতি নাও হতে পারে।'
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তান টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন ‘না, এমন কিছু ছিল না। আপনি যখন সহ-অধিনায়ক থাকবে্ অনেক সময় দেখা যায় সাকিব ভাই অফ ফিল্ডে চলে যায়, সে জায়গায় আমাকে অধিনায়কত্ব করতে হয়েছে। এক দুই ওভার হলেও করেছি। এটা নিয়ে কখনও চিন্তা হয়নি।’