অ্যাশেজে স্মিথকে ঠেকাতে ‘অদ্ভুত’ কৌশল ইংল্যান্ডের
জমজমাট উত্তেজনাপূর্ণ ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হতে আরও সপ্তাহখানেক বাকি। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা ব্যাটিংয়ে বেশ দাপট দেখিয়েছে। যেখানে সেঞ্চুরি পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। সেই ইনিংস দেখেই কিনা আগে থেকেই সতর্ক হয়ে উঠছে ইংল্যান্ড। আসন্ন অ্যাশেজে তাকে নিয়ে ব্রেন্ডন ম্যাককালামের দল এবার ভিন্ন পরিকল্পনা আঁটছে। যাকে তারা বলছে ‘অদ্ভুত কৌশল’ হিসেবে।
২০১৯ সালেও ইংল্যান্ডের মাটিতে বসেছিল অ্যাশেজের আসর। যেখানে ৪টি টেস্ট ম্যাচে একটি ডাবল সেঞ্চুরি ও আরও দুটি সেঞ্চুরিতে স্মিথ করেছিলেন ১১০ গড়ে ৭৭৪ রান। কেবল সেই আসরই নয়, প্রতিপক্ষ ইংল্যান্ড এবং তাদের মাঠে স্মিথ বরাবরই ছন্দময়। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ৩২ টেস্টে তার সেঞ্চুরি ১১টি, ব্যাটিং গড় ৫৯.৬৮। ইংল্যান্ডের মাঠে সেই ব্যাটিং গড় আরও বেশি, ৬১.৬০। সেখানে ১৭ টেস্টে তার সেঞ্চুরি ৭টি।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> ইংল্যান্ডের বিপদে মঈনের সাড়া, ফিরছেন অ্যাশেজে
সর্বশেষ অ্যাশেজ সিরিজটি হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। যেখানে স্বাগতিকদের কাছে ইংলিশরা সিরিজ হেরেছিল। সে কারণেই কিনা এবারের অ্যাশেজ জিততে বেশ মুখিয়ে আছে ম্যাককালামের দল। সাম্প্রতিক সময়ে ম্যাককালাম-বেন স্টোকস জুটি টেস্টে নতুন বিপ্লব শুরু করেছে। তাদের জুটিতে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। আসন্ন সিরিজেও এই ধারা ধরে রাখতে ইংলিশরা মরিয়া, কিন্তু তার আগে দলে ইনজুরি হানা দিয়েছে।
— Reuters Sports (@ReutersSports) June 9, 2023
সবশেষ অ্যাশেজের জন্য ঘোষিত স্কোয়াড থেকে ছিটকে গেছেন স্পিনার জ্যাক লিচ। পরবর্তীতে তার বদলি হিসেবে ইসিবি টেস্ট থেকে অবসর নেওয়া মঈন আলীকে দলে ফিরিয়েছে। তাকে অ্যাশেজের ম্যাচের দলে দেখা যেতে পারে। এর আগে থেকেই চোটে ভুগছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং অলিভার রবিনসন। এছাড়া অধিনায়ক বেন স্টোকসও চোটের কারণে বোলিং নিয়ে অনেকদিন ধরেই সমস্যায় ভুগছেন। তবে অ্যাশেজের আগেই সবাই ফিট হয়ে ফিরবেন বলে জানিয়েছেন কোচ ম্যাককালাম।
এদিকে, স্মিথকে ঠেকাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ইংলিশ দলের সহ-অধিনায়ক ও ফর্মে থাকা ব্যাটার অলিভার পোপ। তিনি বলেন, ‘সে (স্মিথ) ইংল্যান্ডে ব্যাট করতে ভালোবাসে। এটা তো জানা কথাই যে এই কন্ডিশন সে খুব ভালোভাবে চেনে, নিজের খেলাটা এখানে খুব ভালোভাবে বোঝে। তার প্রতি তাই (আমাদের) শ্রদ্ধাবোধ অনেক। তবে আমাদের ড্রেসিং রুমেও দারুণ প্রতিভাবান সব বোলার আছে, যারা তাকে চ্যালেঞ্জ জানানোর উপায় বের করেছে। আমাদের জন্য সেটিই হবে মূল ব্যাপার। খুব বেশি খোলাসা করতে চাই না। তবে এবার কিছুটা ভিন্ন পরিকল্পনা থাকবে।’
আরও পড়ুন >> চোট থেকে ফিরলেও মন খারাপ বেয়ারস্টোর!
স্মিথের জন্য অদ্ভুত কৌশল বেছে নেওয়ার কথা উল্লেখ করে পোপ আরও বলেন, ‘স্টিভ স্মিথ দারুণ স্কিলড ব্যাটার এবং প্রচুর রান করেছে। কিন্তু আমার মনে হয়, তার জন্য…তাকে চ্যালেঞ্জ জানাতে, তার পরীক্ষা নিতে এবং যতটা সম্ভব তাকে অস্বস্তিতে ফেলতে আমরা আরও অদ্ভুত কোনো পথ বেছে নেব এবং চেষ্টা করব তাকে আউট করার। বিভিন্ন কন্ডিশনে দারুণ সব সাফল্য আছে তার। তবে আমরাও দারুণ এক দল, নানা সময়ে বিভিন্ন ঘরানায় খেলেছি। এমন নয় যে সবসময় অফ স্টাম্পের চূড়াতেই লক্ষ্য থাকে, ম্যাচে ২০ উইকেট শিকারের জন্য আরও নানা পথ আমরা খুঁজে নেই।’
আগামী ১৬ জুন এজবাস্টনে প্রথম টেস্ট দিয়ে অ্যাশেজ শুরু হবে। এরপর লর্ডসে ২৮ জুন হবে দ্বিতীয় টেস্ট। ৬ ও ১৯ জুলাই হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। এই দুই টেস্টের ভেন্যু লিডস ও ম্যানচেস্টার। আর লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
এএইচএস