আফগান সিরিজে ওয়ানডেতে বিবেচনায় নেই মোসাদ্দেক
আগামী ১৪ জুন থেকে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। আর সাদা পোশাকের এই ম্যাচটি সামনে রেখে গেল (২৯ মে) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রি-সিরিজ অনুশীলন ক্যাম্প। আর এই সিরিজের জন্য ২৬ জন ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে। তার মধ্যে নেই মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মোসাদ্দদেক হোসেন সৈকতরা।
পবিত্র হজ পালন করতে যাওয়ায় ক্যাম্পে নেই রিয়াদ। তবে ডিপিএলে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজে ভালো পারফর্ম করেও অলরাউন্ডার মোসাদ্দেক কেন ক্যাম্পে নেই সেটা তিনি নিজেও অবাক হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, 'আমার মাঠেই থাকার কথা। শুনেছিলাম যে আমাকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়েছে। কিন্তু, বাস্তবে আমি ক্যাম্পে নেই। আমি নিজেও অবাক হয়েছি।'
বিজ্ঞাপন
তবে মোসাদ্দেক ঠিক কি কারণে ২৬ জনের এই ক্যাম্পে নেই সেই উত্তর অবশ্য দিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন। ঢাকা পোস্টকে এই নির্বাচক বলছিলেন, 'এখন যে গ্রুপটা হয়েছে ২৬ জনের, আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ সেটি হিসেবে নেওয়া হয়েছে। এই ২৬ জনকে রাখা হয়েছে শুধু এই সিরিজের জন্য। এই সিরিজে মোসাদ্দেককে আমরা বিবেচনায় রাখিনি। আগের সিরিজেও সে ছিল না। আমাদের যে ওয়ানডে দল সেই দলে এই মুহূর্তে মোসাদ্দেক প্লানে নেই আমাদের এই সিরিজে। আর যারা ২৬ জনের দলে তারা শুধু এই সিরিজের জন্যই। মাহমুদউল্লাহ রিয়াদও এই সিরিজে নেই কারণ সে এভেলএভেল না।’
এসএইচ