পরবর্তী আইপিএল খেলা নিয়ে যা বললেন ধোনি
পঞ্চম শিরোপা জয়ের মাধ্যমে আইপিএলের ১৬তম আসর শেষ করেছে চেন্নাই সুপার কিংস। এই আসরে যেখানেই চেন্নাইয়ের ম্যাচ ছিল, সেটাই হয়ে উঠেছিল হলুদ জার্সিধারীদের। যার কৃতিত্ব দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তার অপরিমেয় জনপ্রিয়তার কারণে প্রতিটি মাঠেই চেন্নাই বাড়তি সমর্থন পেয়েছিল। তবে ‘ক্যাপ্টেন কুল’কে আসরজুড়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনতে হয়েছে, তা হচ্ছে তিনি অবসর কবে নিচ্ছেন। ফাইনালেও প্রাসঙ্গিকভাবে ওঠে আসে সেই প্রশ্ন। তবে অবসরের আলাপ পাশে রেখে, ধোনি পরবর্তী আইপিএল আসরেও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।
সোমবার (২৯ মে) শ্বাসরুদ্ধকর ম্যাচে জমজমাট লড়াইয়ের পর ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়েছে চেন্নাই। তাদের পারফরম্যান্স ছিল দলগত। সব ব্যাটারই সমানভাবে জয়ের ক্ষুধা মেটানোর চেষ্টা চালিয়েছেন। তবে গুজরাট একেবারে তীরে গিয়েও শেষ বলে গিয়ে শিরোপা হাতছাড়া করেছে। পঞ্চম শিরোপা জয়ের মাধ্যমে এতদিন সর্বোচ্চ শিরোপজয়ী মুম্বাইয়ের পাশে বসেছে চেন্নাই।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> চরম নাটকীয়তা শেষে চেন্নাইয়ের পঞ্চম শিরোপা
তবে এমন অভাবনীয় জয় পেয়েও স্বাভাবিক ছিলেন অধিনায়ক ধোনি। কেবল ম্যাচ শেষে দৌড়ে আসা রবীন্দ্র জাদেজাকে কোলে নিয়ে উদযাপন। এরপর আর সতীর্থদের সঙ্গে উদ্দাম আনন্দে নিজেকে ভাসিয়ে দেননি। ম্যাচেও এভাবেই স্বাভাবিক ভঙ্গিতে কাজ সারেন ক্যাপ্টেন কুল। চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেওয়ার আগে অবসরের বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দেন হার্শা ভোগলে। যার জবাবে ধোনি বলছেন, ‘তুমি তাহলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনোদিন ভোলার নয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হলো, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে। আমার পক্ষ থেকে এটাই সমর্থকদের জন্য উপহার। জানি ধকলটা শরীরের ওপর দিয়ে যাবে, তবুও...।’
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 29, 2023
তবে চোখে দেখা না গেলেও, ধোনিও আবেগতাড়িত হন। বারবার সমর্থকদের ভালোবাসার আলিঙ্গন পেতে চান সাবেক এই ভারতীয় কাপ্তান, ‘এই ভালবাসাতে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেনই। চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার সময় গোটা স্টেডিয়াম আমার নাম ধরে চিৎকার করছিল। তখন সত্যি আমার চোখ পুরো জলে ভরে গিয়েছিল। কিছুক্ষণের জন্য ডাগআউটে চুপচাপ বসেছিলাম। বুঝতে পেরেছিলাম, আমাকে এটা উপভোগ করতে হবে। আসলে আমি যেমন, তেমনিভাবেই ওরা আমাকে ভালবাসে। আমি এমন কিছু কখনও দেখাতে যাই না, যেটা আমি নই। সবকিছু সহজ রাখার চেষ্টা করি।’
আরও পড়ুন >> শুভমান একাই জিতলেন ৪ পুরস্কার, আরও যারা পেয়েছেন
এরপর ম্যাচ জয়ের কৃতিত্ব ব্যাটারদের দিয়েছেন চেন্নাই অধিনায়ক। আগে চারবার আইপিএল জিতলেও পঞ্চম ট্রফি নিয়ে ধোনির আলাদা ভালবাসা রয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কাছে সব ট্রফিই বিশেষ অনুভূতির। কিন্তু আইপিএলের বিশেষত্ব হল, প্রতিটা ম্যাচই টানটান উত্তেজনার। আপনাকে সব সময় তৈরি থাকতে হবে। আজ আমাদের খেলায় অনেক ভুল হয়েছে। বোলিং বিভাগ ঠিকঠাক নিজেদের কাজ করতে পারেনি। কিন্তু ব্যাটিং বিভাগ সব চাপ কাটিয়ে আমাদের জয় এনে দিয়েছে।’
এএইচএস