অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর অ্যাশেজ সিরিজ শুরু হতে বেশিদিন বাকি নেই। তবে তার আগে ভারতের বিপক্ষে বিশ্ব ট্স্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ড একটি টেস্ট ম্যাচ খেলবে আয়াল্যান্ডের বিপক্ষে। তবে সেই ম্যাচের দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও তরুণ অলিভার রবিনসন। তবে ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, অ্যাশেজের আগেই তারা সেরে উঠবেন।

ইংল্যান্ড-আয়ার‌ল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি আগামী বৃহস্পতিবার (১ জুন) লর্ডসে শুরু হবে। লড়াইয়ের জন্য লর্ডসে অনুশীলন শুরু করছে ইংল্যান্ড। দল নিয়ে সেখানেই স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন ম্যাককালাম।

সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘দলে কয়েকজনের চোট সমস্যা আছে। এই মুহূর্তে পর্যবেক্ষণ চলছে তাদের। সিরিজ খেলতে যাওয়া সব দলেরই কিছু সমস্যা থাকে, যেগুলো নিয়ে কাজ করতে হয়। তবে আমরা বেশ আত্মবিশ্বাসী যে, ভালো একটি স্কোয়াড থাকবে, যেখান থেকে বাছাই করতে পারব। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য আমার মনে হয়, তারা (অ্যান্ডারসন ও রবিনসন) ফিট থাকবে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের পাব না। পরবর্তী কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। তবে আমরা দারুণ কিছু বিকল্প পেয়েছি স্কোয়াডে।’

আরও পড়ুন >> ৩৪ বলের সেঞ্চুরিতে অজি পেসারের রেকর্ড

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাসেক্সের হয়ে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান রবিনসন। আর অ্যান্ডারসন ভুগছেন কুঁচকির সমস্যায়। আয়ারল‍্যান্ডের বিপক্ষে টেস্টের দলে ছিলেন দুজনই। একইসঙ্গে টেস্ট অধিনায়ক বেন স্টোকসও চোটের কারণে বোলিং নিয়ে অনেকদিন ধরেই সমস্যায় ভুগছেন। তবে অ্যাশেজে চতুর্থ পেসার হিসেবে অবদান রাখার জন্য মরিয়া থাকার কথা বলেছিলেন তিনি। কিন্তু আইপিএলে পাওয়া চোট এখনও সেরে ওঠেনি। ফলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকলেও, শেষ কয়েক ম্যাচে নামা হয়নি তার।

তবে স্টোকসকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাককালাম, ‘আগের চেয়ে ফিট দেখাচ্ছে স্টোকসকে। দলের সঙ্গে যোগ দিতে পেরে সে খুশি। আর নেতা হিসেবে সে দলের মধ্যে যে শক্তি যোগায় তা অসাধারণ। তাকেও আমরা পর্যবেক্ষণে রাখব এবং দেখব কী হয়। সে বিশ্ব-মানের একজন অলরাউন্ডার। গ্রীষ্মের কোনো না কোনো পর্যায়ে সে বোলিং করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি বোলিং করতে পারে তাহলে তো দারুণ ব্যাপার। না পারলে, আমরা অন্য পথ খুঁজে বের করব।‘

আরও পড়ুন >> বর্ণবাদের ঘটনায় ব্যালান্স-ব্রেসনানদের নিষেধাজ্ঞা-জরিমানা

আইরিশদের সঙ্গে সিরিজ শেষেই আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ। অ্যাশেজের আগে টেস্টের প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পেতে অস্ট্রেলিয়া ভারতের ‍মুখোমুখি হবে। আর তাতে তাদের অ্যাশেজ প্রস্তুতিও হয়ে যাবে তাদের। এর আগে সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সিরিজটি জিতেছিল অজিরা।

এএইচএস