বৃষ্টির বাধায় গতকাল নির্ধারিত দিনে আইপিএলের ফাইনাল ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। আজকের (২৯ মে) রিজার্ভ ডে-তে বৃষ্টির শঙ্কা থাকলেও, সব ছাপিয়ে মাঠে ব্যাটের ঝড় তোলেন গুজরাট টাইটান্সের ব্যাটাররা। সাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংসে চেন্নাই সুপার কিংসকে তারা ২১৫ রানের বড় টার্গেট দিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র তিন বল খেলতে পেরেছে সর্বোচ্চ ১০ বারের ফাইনাল খেলা চেন্নাই। এরপরই অঝোর ধারায় শুরু হয়েছে বৃষ্টি।

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। জানা গেছে, বৃষ্টির কারণে ওভার কাটা গেলে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়াবে ১৭১ রান। এছাড়া ১০ ওভার খেলা হলে ১২৩ এব‍ং পাঁচ ওভারে ৬৬ রান করতে হবে ধোনির দলকে। তবে কতক্ষণ বৃষ্টি হলে ওভার কাটা হবে সেটি এখনও জানা যায়নি।

এর আগে গুজরাটের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাটে নামেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। প্রথম ওভার করতে আসা মোহাম্মদ শামির প্রথম দুই বলে স্ট্রাইকে থাকা গায়কোয়াড় রান করতে পারেননি। তৃতীয় বলে চার হাঁকিয়ে তিনি রানের খাতা খুলেন। এরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। কোটি দর্শকের নজর কেড়ে নেওয়া ২২ গজ ঢেকে যায় কভারে।

আরও পড়ুন >> ‘গিল’ হলেন সুদর্শন, ধোনিদের বড় টার্গেট দিল গুজরাট

বৃষ্টির জেরে গতকাল রোববার চেন্নাই-গুজরাটের ম্যাচ ভেস্তে গিয়েছিল। তবে রিজার্ভ ডে থাকায় সেই ম্যাচ মাঠে গড়ায় আজ। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ের লক্ষ্যে গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে গতবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রথম আসরেই শিরোপা ঘরে তোলে হার্দিক পান্ডিয়ার গুজরাট। এবার টানা দ্বিতীয় মৌসুমে তারা ফাইনাল খেলছে।

চলতি আসরের শুরু থেকেই সেরা দলের মতো লড়ে আসছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ধারাবাহিকতায় এদিন টসে হারলেও, ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই দুর্দান্ত আত্মবিশ্বাসে ব্যাট চালিয়ে খেলেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৭ ওভার শেষে দুজনের জুটি থামে ৬৭ রানে। দুর্দান্ত ফর্মে থাকা গিল ২০ বলে ৩৯ করে ফেরেন। বাকি কাজ সেরেছেন ঋদ্ধিমান ও সুদর্শন। ঋদ্ধিমান ৩৯ বলে ৫৪ এবং সুদর্শন খেলেন  ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২১ রানের ক্যামিওতে চেন্নাইয়ের সামনে পাহাড়সম পুঁজি দাঁড় করিয়েছে।

এএইচএস