ফাইনাল দেখতে গিয়ে স্টেশনেই রাত কাটালেন সমর্থকরা!
বেরসিক বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নির্ধারিত দিনের ফাইনাল। আজ (সোমবার) রিজার্ভ ডেতে মাঠে গড়ানোর কথা রয়েছে ফাইনাল ম্যাচ। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ফাইনাল দেখতে অনেকেই আহমেদাবাদের বাইরে থেকে গিয়েছিলেন। খেলা না হওয়ায় তাদের অনেকে স্টেশনেই রাত কাটান।
এদিকে, রোববারের টিকিট নিয়েই সোমবার খেলা দেখা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আর তাই শিরোপার লড়াই দেখার জন্য অপেক্ষা করতে রাজি ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ধোনি ভক্তরা খেলা না দেখে আহমেদাবাদ ছাড়তে নারাজ।
বিজ্ঞাপন
আহমেদাবাদের বাইরে থেকে আসা ক্রিকেটপ্রেমীদের অনেকের পরিকল্পনা ছিল খেলার পর রাতের ট্রেনে বাড়ি ফেরার। তাই তারা হোটেলের ঘর ভাড়া করেননি। স্টেশন থেকে সোজা চলে গিয়েছিলেন স্টেডিয়ামে। হয়তো পরিকল্পনা ছিল, খেলা শেষ হলে স্টেডিয়াম থেকে তারা চলে যেতেন স্টেশনে ট্রেন ধরতে। অনেকেই ফেরার ট্রেনের টিকিটও কেটে রেখেছিলেন।
— Johns. (@CricCrazyJohns) May 29, 2023
বৃষ্টিতে নির্ধারিত দিনের খেলা ভেস্তে যাওয়ায় সেই ক্রিকেটপ্রেমীদের অনেকেই স্টেডিয়াম থেকে ফিরেছেন স্টেশনে। তবে তারা ট্রেনে ওঠেননি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, হোটেলের ঘর ভাড়া নেওয়া না থাকায় বা সবার সেই আর্থিক সঙ্গতি না থাকায় স্টেশনেই রাত কাটিয়েছেন অনেকে। রাতে আহমেদাবাদ স্টেশনে দেখা গেছে অনেক ক্রিকেটপ্রেমীকে। স্টেশনের মেঝেতেই ঘুমিয়েছেন অনেকে। স্টেশনের অপেক্ষমান কক্ষ (ওয়েটিং রুম), প্ল্যাটফর্ম বা স্টেশনের অন্যত্র ঘুমাতে দেখা গেছে। তাদের অনেকেরই পরনে ছিল ধোনির ৭ নম্বর জার্সি।
— Sumit kharat (@sumitkharat65) May 28, 2023
আগামী বছর আইপিএলে ধোনির খেলা নিয়ে সংশয় রয়েছে। চলতি বছরেই হয়তো অবসর নিয়ে নিতে পারেন ‘থালা’। তাই ধোনির জন্য ভারতের সব শহরেই গ্যালারিতে ভিড় করছেন তার ভক্তরা। আহমেদাবাদ কার্যত গুজরাটের ঘরের মাঠ হলেও সেখানেও ধোনির চেন্নাই ভক্তদের দেখা মিলছে।
এফআই