ভক্তদের উদ্দেশ্যে জ্যোতি, ‘এই মন তোমাকে দিলাম’
আজ (২৮ মে) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০২২ সালের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে বর্ষসেরা নারী ক্রিকেটারের (২০২২) পুরস্কার জিতেছেন বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতি। পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে নিজের অনুভূতি ভাগাভগি করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
জ্যোতি বলেন, 'আমি এই প্রথম পুরস্কার পেয়েছি। আমি মনে করি এই পুরস্কারটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই বড় অর্জন অবশ্যই। আর বিএসপিএকে ধন্যবাদ, আমাকে মনোনীত করার জন্য।'
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্টেজ পারফর্মও করেছেন জ্যোতি। গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, 'হ্যাঁ, গানটা অবশ্যই মজার একটা বিষয় ছিল। ছোটবেলা থেকেই আমার আব্বু-আম্মু শিখাইছে। বেসিক্যালি ক্রিকেটে আসার পর সেভাবে চর্চাটা হয়নি। কিন্তু গত বছরও একটা প্রোগ্রাম ছিল ফাহিম স্যারের সাথে।দুর্ভাগ্যজনকভাবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের জন্য সেখানে গান গাইতে পারিনি। তবে এবার অনেক করে ধরলেন, গাইতেই হবে। তো চেষ্টা করেছি, ভালো করে গাওয়ার জন্য।'