ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন শাহিন আফ্রিদি। হাঁটুর চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরলেও ফাইনাল ম্যাচে আবারও চোটে পড়েন তিনি। যার ফলে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তার কোটার পুরো চার ওভার বোলিং করতে পারেনি। আর শেষ পর্যন্ত তার দল ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। এই পেসারের ধারণা, সেই ম্যাচে তিনি পুরো ফিট থাকলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হত তার দল।

ফাইনালে ১৩তম ওভারে লং অফ থেকে ছুটে এসে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে চোট পান আফ্রিদি। এরপর ১৬তম ওভারে আবারও মাঠে ফিরলেও নিজের ওভার সম্পন্ন করতে পারেননি। তার কোটার ২.১ ওভার করার পর মাঠ ছাড়তে হয় তাকে। মূলত এখানেই পিছিয়ে যায় পাকিস্তান। শেষ ৫ ওভারে ৪১ রান ডিফেন্ড করতে পারেনি তারা। মূলত এ কারণেই আক্ষেপ করেছেন তিনি। 

এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘দেশের হয়ে বিশ্বকাপ জেতা প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন। ২০২১ সালের বিশ্বকাপটা কীভাবে শেষ হয়েছিল, এখনো মনে আছে। ২০২২ বিশ্বকাপেও যদি অত গুরুত্বপূর্ণ সময়ে চোট না পড়তাম, আমরা জিততেও পারতাম।’

চোট নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই আফ্রিদির। তিনি মনে করেন পেসাররা যে কোনো সময়ই চোটে পড়তে পারেন। এটা নিয়ে ভেবে পিছিয়ে পড়তে চান না তিনি। তিনি বলেন, ‘ চোট যেকোনো সময়ই আসতে পারে। তবে এসব নিয়ে বেশি ভাবলে সামনে এগোতে পারব না।’

এইচজেএস