ছুটি মিলতেই ইংল্যান্ডে ছুটছেন সাব্বির
সপ্তাহখানেক আগে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। সদ্য সমাপ্ত সেই টুর্নামেন্টে ক্রিকেটার সাব্বির রহমান খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আপাতত ঘরোয়া কোনো টুর্নামেন্ট কিংবা ম্যাচ নেই। ব্যস্ততা নেই জাতীয় দলের হয়ে খেলার জন্যও। সে কারণে ইংল্যান্ডের পথে ছুটছেন সাব্বির। আজ (২৩ মে) সকালে সাব্বির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্টে লন্ডনে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন >> যে কারণে হঠাৎ ডিপিএলে অনুপস্থিত ছিলেন সাব্বির
বিজ্ঞাপন
কিছুদিন আগেই সাব্বির জানিয়েছিলেন ঘুরে বেড়ালে নিজের ভেতরে মন রিফ্রেশ থাকে। তার কথার মিল পাওয়া যায় ডিপিএল শুরুর আগেও। সেই সময় এই মারকুটে ব্যাটার স্ত্রীসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছিলেন। তারপর দেশে ফিরে অংশ নেন ডিপিএলে, সেখানে দেখিয়েছেন প্রতিভার ঝলক। এবারের আসরে ১৫ ম্যাচে মাঠে নেমে সাব্বির ১৪ ইনিংসে ব্যাট করেছেন।
Off to uk
Posted by Sabbir Rahman on Monday, May 22, 2023
এর মধ্যে রয়েছে তিন অর্ধশতকের সঙ্গে এক সেঞ্চুরি। সবমিলিয়ে ৪২.২৩ গড়ে সাব্বির রান করেছেন ৫৪৯। টুর্নামেন্টজুড়ে মিডল অর্ডার এই ব্যাটার ৭৯.৪৫ স্ট্রাইকরেটে রান তুলেছেন। এরপর মোটামুটি দীর্ঘ ছুটি পাচ্ছেন সাব্বিররা। ফলে অবসর সময় কাটাতে তিনি বিদেশ ভ্রমণে পাড়ি জমালেন।
এর আগে গেল বছর এশিয়া কাপ দলে বেশ আলোড়ন সৃষ্টি করেই এসেছিলেন সাব্বির রহমান। তার জাতীয় দলে ফেরাটা বেশ চমকই ছিল বলা যায়। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছেন টাইগার এই স্টাইলিশ ব্যাটার। তার ফলও পেয়েছেন, এরপরই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে যান। দেশে ও দেশের বাইরে জাতীয় দল ব্যস্ত সূচি কাটালেও এরপর আর আলোচনায় আসেননি সাব্বির।
এসএইচ/এএইচএস