ফাইল ছবি

চার বছরের অপেক্ষার পর আইপিএলে সেঞ্চুরি পেয়েছিলেন আগের ম্যাচেই। টানা আরও একটি শতরান বিরাট কোহলির। বাঁচা-মরার ম্যাচে সতীর্থদের ব্যর্থতায় দল গুজরাটের কাছে হেরে দল বিদায় নিলেও স্বমহিমায় উজ্জল ভারতীয় এই ব্যাটার। দলের বিপদের মুহূর্তে ত্রাতা হয়ে সেই শতকে অনন্য রেকর্ডও গড়লেন কোহলি। এক সময়ের সতীর্থ ক্রিস গেলকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন তিনি।

আরসিবির জন্য সমীকরণ একটাই-জিতলে প্লে অফ আর হারলে বিদায়। এমন সমীকরণে খেলতে নেমে বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে আলো ছড়ান বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে ১৯৭ রানের লড়াই করার মতো পুঁজি এনে দেন। ১৩ চার ও ১ ছক্কায় তিনি খেলেছেন ৬১ বলে ১০১ রানের ইনিংস। 

এমন পারফরম্যান্স দেখার পর গেইল বলেন, 'বিরাট কোহলিকে কখনো সন্দেহ করবেন না। অসাধারণ ইনিংস। দারুণ খেলেছে সে। বিরাট তার দলকে জেতার মতো একটি অবস্থানে নিয়ে গেছে।' 

মজার ছলে গেইল আরও বলেন, 'বিরাট এবং ফাফ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে কোহলি এ দিন একটু বেশিই ভালো খেলেছে। খুব দারুণ একটি ইনিংস খেলেছে। সে ইউনিভার্স বসকে অতিক্রম করেছে। আমি অবসর থেকে ফিরে আসছি। পরের বছর দেখা হবে বিরাট।'

এইচজেএস