দ্বন্দ্বটা মূলত ছিল গৌতম গম্ভীর ও বিরাট কোহলির। এক দশক ধরে চলা বিবাদকে এবারের আইপিএলে নতুন মাত্রা দিয়েছেন এ দুই ক্রিকেটার। তবে কোহলি-গম্ভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আরও একজন। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা আফগান পেসার নাভিন উল হক। কোহলির অতি উদযাপনকে মেনে মিতে পারেননি তিনি। জড়িয়ে পড়েন বিবাদে। এরপর নিজের ইনস্টাগ্রাম আইডিতে নাম না উল্লেখ করে কোহলি ও তার দল আরসিবিকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ একের পর এক পোস্ট দিয়ে চলেছেন তিনি। যার সর্বশেষ উদাহরণ টানা যেতে পারে গতকাল (রোববার) রাতে কোহলিদের বিদায়ের ম্যাচটিকে। 

কোহলির সঙ্গে ঝামেলার পর তিন সপ্তাহ কেটে গেছে। কিন্তু সেই ঝামেলা যেন এখনও ভুলতে পারছেন না নাভিন। অন্তত সম্প্রতি লখনৌ সুপার জায়েন্টসের এই পেসার যে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন, তা দেখে এমনটাই মনে করছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তাদের মতে, গুজরাট টাইটান্সের কাছে হেরে আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিটকে যেতেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাভিন যে অট্টহাসির ভিডিও পোস্ট করেছেন, সেটা পুরোপুরি কোহলিকে খোঁচা দিয়ে করেছেন। কারণ লখনৌ প্লে-অফে ওঠে গেছে আর আরসিবি আইপিএল থেকে ছিটকে গেছে। সেইসঙ্গে ১৬ বছর পরেও অধরা থেকে গেছে কোহলির আইপিএল জয়ের স্বপ্ন।

প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বেঙ্গালুরুর। বাঁচা-মরার ম্যাচে এদিন কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল দলটি। তবে কোহলির রেকর্ডগড়া শতকের জবাব শতক দিয়েই দিলেন গুজরাটের ওপেনার শুভমান গিল। তার অপরাজিত ১০৪ রান ও বিজয় সংকরের অর্ধশতকের ওপর ভর করে বেঙ্গালুরুর দেওয়া ১৯৮ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই পার করে টেবিল টপার গুজরাট। হার্দিক পান্ডিয়ার দলের এই জয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় কোহলির আরসিবি।

এরপরই নিজের নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নাভিন। তাতে এক ব্যক্তিকে হাসিতে ফেটে পড়তে দেখা যাচ্ছে। ছবির ব্যক্তিটির মিম সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। ওই পোস্টে আরসিবি কিংবা কোহলিকে নিয়ে কিছু না লিখলেও নেটিজেনদের মতে, আসলে বিশ্ব ক্রিকেটের মহাতারকাকে খোঁচা দিয়েই সেই স্টোরি দিয়েছেন নবীন।

আফগানিস্তানের ক্রিকেটারের সেই ইনস্টাগ্রাম স্টোরি ভালো নেননি কোহলি ভক্তরা। একজন লিখেছেন,  ‘বড্ড বাড়াবাড়ি করছেন নবীন। নিজের সীমা অতিক্রম করছেন। অপর একজনের মন্তব্য, ‘স্রেফ লোকের নজরে থাকতে এসব করছেন।’ একইসুরে একজন বলেন, ‘নবীন কে, তা কেউ জানেন না। বিরাটের স্রেফ আইপিএল ক্যারিয়ারের কাছেও টিকতে পারবে না নবীনের পুরো ক্যারিয়ার।’

এফআই