আইপিএলে ছন্দহীন, যা বলছেন সুনীল নারাইন
সুনীল নারাইন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন প্রায় ১১ বছর। শুরু থেকেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। কিন্তু এবারে তিনি ছন্দ পাচ্ছেন না। কেকেআরের ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তিনি জানিয়ে দিলেন, প্রত্যেক বার একই ছন্দে উইকেট পাওয়া সম্ভব নয়। দলকে সাহায্য করাই আসল কাজ।
নারাইন বলেছেন, উইকেটের মধ্যে ফিরে আবার ভালো লাগছে। খুবই উপভোগ করছি। সকলের সময় এক রকম যায় না। চাইলেই উইকেট পাওয়া সম্ভব নয়। কয়েকটা ম্যাচ সত্যি খারাপ গেছে। চেষ্টা করেও ভালো করতে পারিনি। আমি যদিও উইকেট নিয়ে ভাবি না। দলকে কতটা সাহায্য করতে পারছি, সেটাই আসল। আমার পারফরম্যান্সে দল উপকৃত হলেই আমি খুশি।
চেন্নাইয়ের বিপক্ষের ম্যাচ নিয়ে নারাইন বলেন, চেন্নাইয়ে বরাবরই স্পিন পিচ হয়। আমরা সে রকম উইকেটই পেয়েছি। চেষ্টা করেছিলাম দলকে সাহায্য করতে। ম্যাচ শেষে আমি সন্তুষ্ট। এ বার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি, এই ছন্দ বজায় থাকবে।
বিজ্ঞাপন
কেকেআর অধিনায়ক নীতীশ রানার প্রশংসাও করতে ভোলেননি নারাইন। বলেন, কেকেআরে তিন জন স্পিনার রয়েছে। প্রত্যেককে ঘুরিয়ে ফিরিয়ে বল করাতে হয় ওকে। আমার মতে, খুব ভালো কাজ করছে নীতীশ। দায়িত্ব নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছে। ওর নেতৃত্বে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে কেকেআর।
এনএফ