ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে আজ মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আর দেশে ফিরেই হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হোসেন শান্ত। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় শেষ ওয়ানডে ম্যাচে এই ওপেনারের করা তিন ওভার বোলিংয়ের কথা। উত্তরে অবশ্য বাঁহাতি এই ব্যাটার স্পষ্ট জানিয়ে দিলেন এটা নিয়ে মাতামাতির কিছু নেই।

শান্ত বলেন, ‘বোলিংটা খুব ভালো হয়েছে বলবো না। তিন ওভার বল করেছি। অধিনায়ক বল দিলে চেষ্টা করবো আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই যে, আমি একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি।’

বোলিংয়ে আসার আগে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কি কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমাকে শুধু বোলিং করার আগের ওভারে বলেছিল বোলিং করা লাগবে। ওভাবেই কথা হয়েছে। বেশির ভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে, ও কীভাবে দশ ওভারের স্পেল শেষ করেছে। ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করেছি।’

দলের নিজের অবদান রাখার কথা জানিয়ে শান্ত আরো বলছিলেন, ‘আমার মনে হয় দলে যখনই ফিল্ডিং করি, আমরা সবাই চেষ্টা করি সাহায্য করার। যদি কোনো আইডিয়া থাকে ওটা বোলার বা অধিনায়ককে দেওয়া। ওটা সবসময়ই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এতে যদি দলের উপকার হয়ে থাকে তাহলে ভালো লেগেছে অবশ্যই। সবসময় চিন্তা থাকে কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি অথবা ভালো ফিডব্যাক দিতে পারি।’

এসএইচ/এইচজেএস