আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ (মঙ্গলবার) দেশে ফিরেছে বাংলাদেশ দল। যদিও দলের সঙ্গে ফেরেননি তাইজুল ইসলাম-তামিম ইকবাল ও লিটন দাসরা। জানা গেছে, তারা ছুটি কাটাবেন ইংল্যান্ডেই। অন্যদিকে সাকিব আল হাসান ছুটছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। শুধু সাকিব-তামিমরা নয়, জাতীয় দলের সব ক্রিকেটারই পাচ্ছেন লম্বা ছুটি। ঠাসা শিডিউলের ফাঁকে যাকে বলা যেতে পারে স্বস্তির ছুটি।

চলতি মাসে আর কোনো সিরিজ নেই টিম টাইগার্সের। আগামী মাসে একটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। সূচি ঠিক না হলেও জানা গেছে আগামী ১৪ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। যে কারণে এর আগে লম্বা ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা।

তবে আফগানিস্তান সিরিজ দিয়ে আবারো মাঠে ব‌্যস্ত সময় পার করবে টাইগাররা। আফগানিস্তান সিরিজ শেষে এশিয়া কাপ এরপর শুরু হবে ঘরের মাঠে নিউজিল‌্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। পরবর্তীতে রয়েছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সব মিলিয়ে আগামী পাঁচ মাস টানা ক্রিকেটে কাটবে তামিমদের।

ক্রিকেটারদের ছুটি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেছেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব‌্যক্তিগত কাজগুলো করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা খুব দরকারী যে কোনো অ‌্যাথলেটের জন‌্য।’

এসএইচ/এফআই