জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন আফিফ
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে হঠাৎ করে ডিপিএল খেলতে ঢাকা ফিরে আসেন আফিফ হোসেন। পরবর্তীতে জানা যায় পারফর্মম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটার। এরপর থেকেই রয়েছেন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন এই ব্যাটার।
আজ শনিবার ডিপিএলে আবাহনীকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছেন আফিফ। ৬০ রান করেছেন শেখ জামালের বিপক্ষে অলিখিত ফাইনাল ম্যাচে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আফিফ বলেন, ‘আমি আসলে এত বেশি চিন্তা করতে পছন্দ করি না। আমি শুধু আমার খেলাটা খেলতে এসেছি। চিন্তা করেছি যেন ভালো খেলতে পারি। অবশ্যই ভালো খেলতে পেরেছি। দল চ্যাম্পিয়ন হয়েছে। আমার অবদান ছিল, খুশি।’
বিজ্ঞাপন
ডিপিএলে এমন পারফর্ম করে কি বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার বার্তা দিলেন আফিফ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কখনই প্রত্যাশা রাখি না। আমি সবসময় বর্তমানে থাকতে পছন্দ করি। এখানে খেলাগুলোতে আমি ফোকাস করেছি। সামনে যে খেলাগুলো আছে সেগুলোয় ফোকাস করবো।’
এবারের আসরে আবাহনীর হয়ে তিন-চার বা পাঁচ নম্বরে ব্যাট করেছেন আফিফ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময় উপরে ব্যাটিং করতে পছন্দ করি।’ নিজের ব্যাটিং পজিশন নিয়ে জাতীয় দলের টিম ম্যানেজম্যান্ট থেকে কোনো বার্তা ছিল কি না এমন প্রশ্নের উত্তরে আফিফ বলেন, ‘উপরে খেলার এমন কোনো বার্তা বা কারো সাথে কোনো কথা হয়নি। আমি ওখান থেকে সরাসরি এখানে জয়েন করেছি। খেলেছি।’
সবশেষ আবাহনীর হয়ে শিরোপা জেতা নিয়ে আফিফ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে তো সবারই ভালো লাগে। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের ওপেনার দুইজন পুরো টুর্নামেন্টে ভালো শুরু এনে দিয়েছে। যে কারণে আমাদের জিনিসটা সহজ গেছে। আর মিডল অর্ডারে আমাদের মোটামুটি সব ব্যাটারই ছন্দে ছিল। এ জন্য শিরোপা জেতা সম্ভব হয়েছে।'
এসএইচ/এইচজেএস