ইংল্যান্ডের কন্ডিশনে খেলে সন্তুষ্ট পেসাররা : শরীফুল
পেস বোলারদের জন্য এশিয়ার বাইরের উইকেটের জুড়ি নেই। বিশ্বের সব পেসাররা চান ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে পেস বোলিং করতে। বাংলাদেশের পেসাররাও এর ব্যতিক্রম নন। যা শরীফুল ইসলামের কথাতেই স্পষ্ট হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগাররা প্রথম ওয়ানডে ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। শঙ্কা রয়েছে সিরিজের পরবর্তী দুটি ম্যাচ নিয়েও। ফলে পেসাররা দেশের বাইরের পেস কন্ডিশন ভালোভাবে পরখ করারও সুযোগ পাননি। তবুও এমন কন্ডিশনে খেলতে আগ্রহের কথা জানিয়েছে শরীফুল।
ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের মোকাবিলা করবে তামিম ইকবালের দল। তার আগে আজ (১১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরীফুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় এমন কন্ডিশন পেসারদের জন্য কতটা সহায়ক। জবাবে বাঁ-হাতি এই পেসার বলেন, ‘আসলে সব ফাস্ট বোলারই চায় এরকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছেও বোলিং করতে ভালোই লেগেছে।’
বিজ্ঞাপন
নতুন বলে বোলিংয়ের সুবিধা প্রসঙ্গে শরীফুল বলছেন, ‘গত ম্যাচে আমরা নতুন বলেই বোলিং করেছি। পুরনো হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল এবং মুভমেন্টও ছিল ভালো।’
প্রথম ম্যাচের টাইগার একাদশে ছিল স্পেশালিস্ট ৬ বোলার। সেক্ষেত্রে নেটে নিজেদের ব্যাটিং নিয়েও লড়ছেন শরীফুলরা। জানালেন উন্নতির চেষ্টার কথা, ‘আসলে সব দেশের টেল–এন্ডাররা এখন ভালো ব্যাটিং করছে। আমরাও চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে আমরা প্রতিদিন নেটে অনুশীলন করছি। একটু হলেও উন্নতি করার চেষ্টা করছি। যদি আমরা ১০-১৫ রান করি সেটা দলের জন্য সহায়ক হবে।’
এসএইচ/এএইচএস