ছবি: সংগৃহীত

গত ম্যাচে লঙ্কান নারীদের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকম প্রতিরোধই গড়তে পারলো না সফরকারীরা। শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতওই ভেঙ্গে গেছে সফরকারী ব্যাটিং লাইনআপ। কোনোরকমে একশো ছুঁয়ে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে ব্যাটিং করতে নেমে ১৮ ওভার ৩ বল খেলে ১০০ রান তোলে অলআউট হয় বাংলাদেশ। সমান ১৮ রান করে এসেছে শামিমা সুলতানা ও সুবহানা মুস্তারির ব্যাট থেকে। 

শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা ও রুবাইয়া হায়দার। ১৬ রান করে রুবাইয়া বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নেমে ভালো শুরু করেছিলেন সুবহানা মুস্তারী। তবে এই টপ অর্ডার ব্যাটারও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান।

এই তিন টপ অর্ডার ব্যাটার ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। 

এইচজেএস