সাকিবের হাতে আইসিসির পুরস্কার
গেল মার্চ মাসজুড়ে ব্যাটে-বলে দারুণ ফর্মে থেকে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে সেই পুরস্কার বুঝে পেলেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
গেল মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ দাপুটে সিরিজ খেলেছে বাংলাদেশ। যার নেপথ্য কারিগর অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিনেও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
বিজ্ঞাপন
Shakib Al Hasan brought magic to March 2023 and took home the ICC Men’s Player of the Month award https://bit.ly/3BwmXmR
Posted by ICC - International Cricket Council on Wednesday, May 10, 2023
ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।
ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের।
দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় সাকিব জানিয়েছিলেন, ‘পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।’
এফআই