২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে যারা
বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। আর তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হয়েছে আইরিশদের। অন্যদিকে, সুখবর পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অষ্টম দল হিসেবে আসন্ন ভারত বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিল প্রোটিয়ারা।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ হওয়ায় কার্যত লড়াইয়ে ছিল দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ ও আয়োজক ভারতসহ সাত দলের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা আগেই নিশ্চিত হওয়ায় এ সিরিজটি টাইগারদের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তবে মহাগুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ড ও প্রোটিয়াদের জন্য। এক আসনের জন্য লড়াইয়ে থাকা দুই দলের একদল আইরিশরা ছিটকে গেল রেস থেকে।
বিজ্ঞাপন
স্বাগতিক দেশ হিসেবে ভারতসহ মূলপর্বে জায়গা করে নেওয়া বাকি সাত দল হচ্ছে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল জায়গা নেবে বাছাইপর্ব পেরিয়ে।
অবশ্য অষ্টম দল হিসেবে ভারত বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে তিন ম্যাচই জিততে হতো আন্ড্রো বালবার্নির দলকে। অন্যদিকে বাংলাদেশ অন্তত এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো প্রোটিয়াদের। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
— ICC (@ICC) May 10, 2023
স্বাগতিক দেশ হিসেবে ভারতসহ মূলপর্বে জায়গা করে নেওয়া বাকি সাত দল হচ্ছে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল জায়গা নেবে বাছাইপর্ব পেরিয়ে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
১৩ দলের সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ২৪ ম্যাচে তাদের অর্জন ১৭৫ পয়েন্ট। আটে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২১ ম্যাচে ৯৮। তাদের কম ম্যাচ খেলার কারণ হলো অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করে তারা। সিরিজটি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের অবস্থান চার নম্বরে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ১৩৫। আইরিশদের বিপক্ষে বাকি দুই ওয়ানডের ফল বিবেচনায় তাদের সর্বোচ্চ দুইয়ে ওঠার সুযোগ রয়েছে।
বর্তমানে দুইয়ে আছে বিশ্বকাপের শিরোপাধারী ইংল্যান্ড। তাদের পয়েন্ট ২৪ ম্যাচে ১৫৫। তিনে থাকা ভারতের অর্জন ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট। সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১৩০। তাদের অবস্থান পাঁচ নম্বরে। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া রয়েছে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে। আফগানিস্তানের অবস্থান সাতে। তাদের নামের পাশে ১৫ ম্যাচে রয়েছে ১১৫ পয়েন্ট।
এফআই