‘বাবরের ক্রিকেট কিংবদন্তি হওয়ার সব রসদ আছে’
পাকিস্তান ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। নিজে যেমন একের পর এক রেকর্ড ভাঙছেন, তেমনি দলের জন্যও অভাবনীয় কীর্তি গড়ে দিচ্ছেন। তার অধীনেই প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটের শীর্ষে ওঠে আসে ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও পাকিস্তান নিজেদের সেই অর্জন ৪৮ ঘণ্টার বেশি ধরে রাখতে পারেনি। সম্প্রতি দ্রুততম পাঁচ হাজার রান ও ১৮তম সেঞ্চুরির রেকর্ড গড়েন বাবর। তার আগেই এই পাকিস্তানি অধিনায়ক ওয়াডেতে এক নম্বর ব্যাটারের জায়গা দখল করেন। এভাবে বাবর সব রেকর্ড ভেঙে দেবেন বলে বিশ্বাস দেশটির সাবেক এক অধিনায়কের।
আরও পড়ুন >> রেকর্ডময় ইনিংসের পর বাবরকে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করার পর ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান। ঘরের মাঠে প্রথম চার ম্যাচ টানা জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠে আসে দলটি। তবে পঞ্চম ম্যাচ দারুণভাবে জিতে নিয়ে নিউজিল্যান্ড বাবরদের নম্বর ওয়ান থেকে ছিটকে দেয়। তবে সমাপ্ত সিরিজে পাকিস্তানের ফর্ম মিলিয়ে আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপে দলটি বড় স্বপ্ন দেখছে। এক্ষেত্রে নিজের দুর্দান্ত ফর্মের নজরানা দিয়ে যাচ্ছেন বাবরও। তাকে নিয়ে এবার মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
— Cricket Pakistan (@cricketpakcompk) May 9, 2023
তিনি বলছেন, ‘বাবর আজম ব্যাটার ও অধিনায়ক হিসেবে সব রেকর্ড ভেঙে দিতে পারে। অনেক দিন পর আমরা এমন কাউকে পেলাম যে তিন ফরম্যাটেই অনন্যসাধারণ। মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক, সাঈদ আনোয়ার এবং জহির আব্বাসের পর তাদের মতো সেরা একজন ব্যাটারদের একজন হিসেবে আমরা তাকে পেয়েছি। তার ব্যাটিংয়ে দারুণ টেকনিক এবং নান্দনিকতা আছে। আর যে রান সে করছে তা তাকে বিশ্বের সেরা ব্যাটারদের একজন করেছে।’
আরও পড়ুন >> বাবরের পছন্দের ক্রিকেটার যে চার জন
মিসবাহ মনে করেন, বাবর যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে ভবিষ্যতে বিরাট কোহলির মতো দারুণ সব অর্জন থাকবে তার ঝুলিতে, ‘তার কাজের ধরন দারুণ। সে বেশ পরিশ্রমী, ম্যাচকে দারুণ বিশ্লেষণ করতে পারেন এবং চাপও বেশ ভালোভাবে সামলাতে পারেন। সে নিজের অনুশীলন ঠিকঠাক করে এবং নিজের দক্ষতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।’
ক্রিকেট কিংবদন্তি হওয়ার সব রসদ বাবরের মধ্যে আছে বলে মনে করেন মিসবাহ, ‘পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হওয়ার মতো সব রসদ তার মধ্যে আছে। যদি আগামী ৮ থেকে ১০ বছর এটা ধরে রাখতে পারে, তবে বিরাট কোহলি ভারতের জন্য যা অর্জন করেছে, সেটা সে-ও অর্জন করতে পারে।’
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 7, 2023
এর আগে বাবরকে অজি কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছিলেন দেশটির আরেক সাবেক অধিনায়ক ও পিসিবি প্রধান রমিজ রাজা। সে সময় তিনি বর্তমান এই অধিনায়ককে নিয়ে বলেছিলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’
২০১৫ সালে অভিষেকের পর বাবর নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ৪৭ টেস্টে ৪৮.৬৩ গড়ে তার রান ৩ হাজার ৬৯৬, ওয়ানডেতে ৫৯.১৭ গড়ে করেছেন ৫ হাজার ৮৯ রান এবং টি টোয়েন্টিতে ৪১.৪৮ গড়ে করেছেন ৩ হাজার ৪৮৫ রান।
এএইচএস