আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৫২ টি ম্যাচ মাঠে গড়িয়েছে। ধারাবাহিক ব্যর্থতায় প্লে-অফের আশা কার্যত শেষ পয়েন্ট টেবিলের তলানির দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের। রেসে এখনো টিকে আছে বাকি ৮টি দল।

বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবারো ধারাবাহিকতা ধরে রেখেছে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে হার্দিক পান্ডিয়ার দল। রোববার বড় ভাই ক্রুনালের লখনৌকে হারিয়ে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে ছোট ভাই হার্দিক পান্ডিয়ার গুজরাট। ১১ ম্যাচের মধ্যে ৮টি জিতে ১৬ পয়েন্ট রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির দখলে। 

গুজরাটের পর দ্বিতীয় স্থানে আছে ধোনির চেন্নাই সুপার কিংস। ১১ ম্যাচে ৬ জয় ও এক ড্রতে তাদের পয়েন্ট ১৩। এদিকে, সর্বশেষ ম্যাচে গুজরাটের কাছে হেরে গেলেও লখনৌ সুপার জায়ান্টস সেরা তিনে জায়গা ধরে রেখেছে। ১১ ম্যাচ খেলে ৫টি জিতেছেন রাহুল-ক্রুনালের দল। তাদের পয়েন্ট ১১। 

এখন পর্যন্ত সমান ১০ পয়েন্ট রয়েছে চার দলের। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় সেরা চারে রয়েছে রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসনদের পর যথাক্রমে পয়েন্ট টেবিলে অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংসের। এছাড়া একের পর এক হারের পর শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের আটে। এখনো প্লে-অফের আশা বেঁচে আছে কেকেআরের। তবে তার জন্য নিজেদের বাকি চার ম্যাচে জিততেই হবে ফ্র্যাঞ্চাইজিটির। 

আরও পড়ুন: ‘লিটনকে যথেষ্ট সুযোগ দেয়নি কলকাতা’

তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (১০ ম্যাচে ৬ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (১০ ম্যাচে ৬ পয়েন্ট)।

একনজরে আইপিএল পয়েন্ট টেবিল

গুজরাট টাইটান্স-ম্যাচ: ১১, জয়: ৮, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১৬, নেট রানরেট: ০.৯৫১

চেন্নাই সুপার কিংস-ম্যাচ: ১১, জয়: ৬, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১৩, নেট রানরেট: ০.৪০৯

লখনউ সুপার জায়ান্টস-ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.২৯৪

রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৩৮৮

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.২০৯

মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৫৪

পাঞ্জাব কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৭২

কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১০৩

সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৪৭২

দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৫২৯

এফআই