বাবরের মতো স্বার্থপর ক্রিকেটারই দলে প্রয়োজন: আজমল
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে রঙ ছড়াচ্ছেন বাবর আজম। কখনই লম্বা সময় রানের বাইরে ছিলেন না তিনি। তবে সাদা বলের ক্রিকেটে মাঝে-মধ্যেই স্ট্রাইকরেটের কারণে সমালোচনা শুনতে হয় পাকিস্তান অধিনায়ককে। একই কারণে অনেকেই বাবরকে 'স্বার্থপর ক্রিকেটারও' বলে থাকেন। এবার সেই সমালোচকদের একহাত নিলেন সাঈদ আজমল।
বাবরের মতো আরও 'স্বার্থপর ক্রিকেটার' পাকিস্তান দলে প্রয়োজন বলে মনে করেন আজমল। তিনি বলেন, ‘মানুষ মাঝেমধ্যেই বলে যে সে স্বার্থপর খেলোয়াড়। দলে যদি তার মতো আরও তিন বা চারজন স্বার্থপর খেলোয়াড় থাকে, আমি সেটা খুশি মনেই মেনে নেব।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘বাবর দ্রুততম ৫ হাজার রান করেছে। সেই ম্যাচে সে (ওয়ানডে) ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছে। বিরাট কোহলিকে ছাড়িয়ে সে গড়টা শীর্ষে (৫৯.৮৫) নিয়ে গেছে। সে খুবই দুর্দান্ত খেলেছে। তার প্রশংসায় কোনো শব্দই যথেষ্ট নয়।’
এদিকে বাবরকে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’
এইচজেএস