চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের পারফরম্যান্স অনেকটা সমান্তরাল চক্রের মতো। এক ম্যাচ জিতলে পরের ম্যাচে হার। ফলে  এখন পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে তারা পাঁচটিতে জয় পেয়েছে। যার কারণে পয়েন্ট টেবিলে তেমন সুবিধাজনক অবস্থানে নেই বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দলটি। তবে দলের বাঁ-হাতি পেসার আর্শদীপের সিংয়ের অবস্থা আরও শোচনীয়। হাতে গোনা কয়েকটি ম্যাচ বাদে জাতীয় দলের এই বোলার ভালো করতে পারেননি। এরই মধ্যে রান খরচায় লজ্জার এক বিশ্বরেকর্ড গড়েছেন আর্শদীপ। 

বুধবার (৩ মে) রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব আগে ব্যাট করে ২১৬ রানের বড় লক্ষ্য দিয়েও সেদিন ম্যাচটি জিততে পারেনি। এজন্য যেমন মুম্বাই ব্যাটাদের যেমন কৃতিত্ব রয়েছে, তেমনি দায় রয়েছে পাঞ্জাবের বোলারদেরও। রিশি ধাওয়ান ও নাথান এলিস ছাড়া বাকি চার বোলারই গড়ে ১০ এর ওপর রান দিয়েছেন। আর্শদীপ রান দিয়েছেন ওভারপ্রতি  সর্বোচ্চ ১৭ গড়ে।

তবে আর্শদীপ তার নির্ধারিত ৪ ওভারের কোটা পূরণ না করেই দিয়েছেন ৬৬ রান। ক্রিকেটের ইতিহাসে আর্শদীপ একমাত্র বোলার যিনি স্বীকৃত টি-২০ ম্যাচে চার ওভারের কোটা সম্পূর্ণ না করেই সবচেয়ে বেশি রান‌ দেওয়ার নজির গড়েছেন। এই রান খরচায় তিনি বল করেন ৩.৫ ওভার। একটি উইকেট নিলেও অন্য খরুচে বোলারদের পাশে তার নামই সবচেয়ে উজ্জ্বল! ফলে ম্যাচ হারের পেছনে রেকর্ড গড়া আর্শদীপের অবদান কোনোভাবেই কম নেই!

আরও পড়ুন >> কোটি রুপি জরিমানা কোহলির, শোধ দেবে আরসিবি

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বেন হুইলার। তিনি ৩.১ ওভার বল করে ৬৪ রান দিয়েছিলেন। এরপরই তালিকায় রয়েছেন টম কারান,প্যাট ব্রাউন এবং অ্যালেক্স ডিজিগা। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক রান দেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বাসিল থাম্পি। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭০ রান দিয়েছিলেন।

আর্শদীপের এমন শোচনীয় বোলিংয়ের দিনে পাঞ্জাবের দেওয়া লক্ষ্য সাত বল বাকি থাকতেই পেরিয়ে যায় মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা বাদে ক্রিজে নামা মুম্বাইয়ের সব ব্যাটারই ঝড় তুলেছিলেন। এই ম্যাচ দিয়ে আইপিএলের চলতি মৌসুমে ১৮টি ২০০ উর্ধ্ব রানের ইনিংস দেখল ক্রিকেট দর্শকরা। যা আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ২০০’র বেশি রানের ম্যাচ।

এএইচএস