ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক দিন ধরেই দাপট দেখাচ্ছে আইপিএল। কখনো কখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে তুলনা করা হয় বিশ্বের অন্য বড় বড় সব লিগগুলোর সঙ্গেও। বিশ্বজুড়ে আইপিএলের জনপ্রিয়তা অন্য লিগগুলোর চেয়ে কম নয়। টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একটি দিক থেকে টপকে গেল লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্টস বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। 

এপ্রিল মাসের ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে খেলাধুলাভিত্তিক পেজগুলোর মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গেল মাসে তাদের সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ১৯.৪ মিলিয়ন।

আরও পড়ুন: লিটনের বদলি হিসেবে যাকে নিলো কলকাতা

এ তালিকায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি পেছনে ফেলেছে লা লিগার ক্লাব বার্সেলোনা (১৭.২ মিলিয়ন) ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে (১৫.৯ মিলিয়ন)। এ দুটি ক্লাব যথাক্রমে রয়েছে তালিকায় চার ও পাঁচে। 

এছাড়া গেল মাসে ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ক্লাবটির গেল মাসে অ্যাঙ্গেজমেন্ট ২৫.৯ মিলিয়ন। এছাড়া দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি (২২ মিলিয়ন)।  

বৃহস্পতিবার (০৪ মে) কলকাতা নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানিয়েছে। এছাড়া বিশ্বজুড়ে দলটির সমর্থক ও অনুসারীদের ধন্যবাদ জানিয়েছে তারা। এমন পরিসংখ্যানের সোর্স হিসেবে ডেপোর্টেজ ও ফিনাঞ্জাসের কথা উল্লেখ করেছে কলকাতা।