সাকিবকে ‘প্যাকেজ ক্রিকেটার’ অ্যাখা দিলেন মোহামেডান কোচ
চলমান ডিপিএলে সাকিব আল হাসান খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। তবে শুরুর দিকে দলটি ছিল টানা ম্যাচ হারের মধ্যে। যদিও এসময় সাকিবের সার্ভিস পায়নি দলটি। এরপর সাকিব যোগ দিলে বদলে যায় মোহামেডানের দৃশ্যপট। টানা ছয় ম্যাচ জয়ে সুপার লিগ নিশ্চিত করে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন এ দলটি। বর্তমানে জাতীয় দলের ম্যাচ থাকায় সুপার লিগে দেখা যাবে না সাকিবকে।
সুপার লিগের ম্যাচে সাকিবকে তার দল মিস করবে কিনা এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন দলটির কোচ আশিকুল ইসলাম আশিক।
বিজ্ঞাপন
বুধবার (৩ মে) মিরপুর শেরে-ই বাংলায় অনুশীলন শেষে আশিক বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন কোচ হিসেবে যেটা দেখছি, কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে। তাহলে তিনি ক্রিকেট নিয়ে ধারণা পাবে। সাকিব আল হাসান একটা প্যাকেজ ক্রিকেটার।’
মোহামেডান দলে সাকিবের উপস্থিতি নিয়ে আশিক বলেন, ‘তিনি মোহামেডানে যেটা করছেন, তার প্রেজেন্টস, তার এনার্জি এমনভাবে ছড়িয়ে পড়েছে (ভাইব্রেট) চারদিকে, যা কিনা ইনফ্লুয়েন্স করছে আমাদের সবার ভেতরে। একটা এনার্জি সৃষ্টি করছে। এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল।’
সাকিব থাকলে কোচদেরও কাজ সহজ হয়ে যায় বলে দাবি করে আশিক বলেন , ‘এটা বিশাল বড়। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। তার যে ইনভলভমেন্ট, একবার ডাগআউটে যাচ্ছেন, ১২তম খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছেন, ড্রেসিংরুমে মজা করছেন, বাইরে থেকে একটা ইতিবাচক সাউন্ড দিচ্ছেন।’
আশিক আরও বলেন, ‘আমাদের না, বিপক্ষে দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর ইমপ্যাক্ট পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে।’
এসএইচ/এফকে