আইপিএলের হাজারতম ম্যাচ
জয়সওয়ালের সেঞ্চুরি ও ডেভিডের তিন ছক্কার রোমাঞ্চ
সুপার সানডেতে উত্তাপ ছড়াল আইপিএল। রোববার দিনের প্রথম ম্যাচেই শ্বাসরুদ্ধকর এক লড়াই উপহার দিয়েছিল চেন্নাই আর পাঞ্জাব। সর্বশেষ ম্যাচেও কম উপভোগ্য ছিল না। আইপিএলের হাজারতম ম্যাচে ব্যাট হাতে স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান যশস্বী জয়সওয়াল। অবশ্য তরুণ এই ব্যাটারের ১২৪ রানের জ্বলজ্বলে ইনিংসে ভর করে ২১২ রান সংগ্রহ করেও শেষ রক্ষা হলো না রাজস্থান রয়্যালসের। সূর্যকুমারের পর ডেভিড ঝড়ে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স।
শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। হোল্ডারের প্রথম তিন বলেই তিন ছক্কায় খেলা শেষ করে দেন ডেভিড। তার স্ট্রাইক রেট ৩২১.৪২! বৃথা গেল জয়সওয়ালের সেঞ্চুরি! আইপিএলের হাজারতম ম্যাচ জয়ে রাঙাল মুম্বাই।
বিজ্ঞাপন
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। তবে এক যশস্বী জয়সওয়াল ছাড়া বাটলার-হেটমায়ার ও স্যামসনসহ সবাই ব্যাট হাতে ব্যর্থ হন। সতীর্থদের ব্যর্থতা নিজের দারুণ ইনিংসে ঢেকে দিয়েছিলেন জয়সওয়াল।
আরও পড়ুন: জয়ের নায়ক রাজা শেষ বল না খেলেই মাঠ ছাড়তে চেয়েছিলেন কেন?
একাই একশো জয়সওয়াল
ক্যামেরন গ্রিনকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার বার্তা দিয়েছিলেন জয়সওয়াল। সেই যে শুরু, এরপর কেবল ছুটলেন। এদিন তার ব্যাট যেন ছিল খোলা তরবারির মতো। রাইলি মেরেডিথকে এক ওভারে মারেন চারটি চার। ছক্কা থেকে বিরত রাখতে পারেননি জোফ্রা আর্চারও। বিস্ফোরক ব্যাটিংয়ে ৩২ বলে ফিফটি স্পর্শ করেন জয়সওয়াল। পরের পঞ্চাশ রান তুলতে তার লাগে কেবল ২১ বল। ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন রাজস্থানের এই ব্যাটার।
শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৮ ছক্কা ও ১৬ চারের মারে ৬২ বলে ১২৪ রান। শুধু চার-ছয় মেরেই ১১২ রান তুলেছেন জয়সওয়াল। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলার পথে ১৫ চার ও ৭ ছক্কায় বাউন্ডারি থেকে ১০২ রান নেন রিশভ পান্ত।
আরও পড়ুন: কলকাতার টানা হার নিয়ে ব্যঙ্গ করলেন গিল
ডেভিডের তিন ছক্কা
আইপিএলের হাজারতম ম্যাচটা জয়সওয়ালের হয়ে কথা বললেও শেষ দিকে চিত্রনাট্যটা নিজের করে নেন মুম্বাইয়ের ব্যাটার টিম ডেভিড। শেষ ওভারে ডেভিডের টানা তিন ছক্কাতেই জয় নিশ্চিত হয় মুম্বাইয়ের। ১৪ বলে ৪৫ রান করেন এই ব্যাটার। মেরেছেন ২টি চার আর ৫টি ছক্কা। ডেভিডের পাশাপাশি ক্যামেরন গ্রিনের ২৬ বলে ৪৪ আর সূর্য কুমার যাদবের ২৯ বলে ৫৫ রান মুম্বাইকে বড় টার্গেট তাড়ায় এগিয়ে রেখেছিল।
এফআই