আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রথম বহরে ইংল্যান্ডের পথে এখন বাংলাদেশ দল। তবে রোববার রাতে লন্ডনের বিমান ধরার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমে কথা বলেছেন টাইগার ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। দেশ ছাড়ার আগে এই ব্যাটার এগিয়ে রাখলেন আয়ারল্যান্ডকেই, অবশ্য সেটার কারণও জানিয়েছেন তিনি।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাব্বি বলেন, 'ইংল্যান্ডের আবহাওয়ায় আয়ারল্যান্ড ভালো একটা দল। আল্লাহর রহমতে ওদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু যেহেতু আমরা ওদের ওখানে খেলতে যাচ্ছি, ওরা একটু এগিয়ে থাকবে আমাদের থেকে। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সিরিজ জেতাটা....।'

আয়ারল্যান্ড সিরিজে দলে যেহেতু রয়েছেন সেক্ষেত্রে এই সিরিজে আপনার ব্যক্তিগত লক্ষ্য কি? এমন প্রশ্নের জবাবে রাব্বি ব্যাটার বলেন, 'অবশ্যই ভালো খেলা তো আছেই। এছাড়া কোনো লক্ষ্য নেই।'

ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজ থেকে আগেই ছিটকে পড়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তাকে দল কতটা মিস করবে রাব্বির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'তাসকিন.. ও তো আসলে দেখা যাচ্ছে শেষ ২ বছর ধরে বাংলাদেশ দলের মেইন অ্যাটাক ছিল আমাদের। আমি মনে করি মিস তো করবেই। তবে নতুন বোলারের জন্য বড় সুযোগ, মৃত্যুঞ্জয়ের জন্য বড় সুযোগ। নিজের ক্যালিভার প্রমাণের বড় সুযোগ, এটা ভালো দিক আমাদের জন্য।'

এসএইচ