আবাহনী-মোহামেডান ম্যাচে ফিরছে পুরোনো উত্তাপ!
একটা সময় বাংলাদেশে আবাহনী-মোহামেডান খেলা মানেই ছিল বাড়তি উত্তেজনা। সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকি যেটাই হোক ভক্তদের মধ্যে ছিল অন্যরকম এক আবহাওয়া। সময়ের পরিক্রমায় সেটা বিলিন হতে বসেছে। কেননা আগের সেই আমেজটা আর নেই। এই যেমন আবাহনী-মোহামেডানের আগামীকালের ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের সেই উন্মাদোনা একেবারেই চোখে পড়েনি। তবে মাঠের ক্রিকেটে লড়াইটা জম-জমাট হবে বলেই প্রত্যাশা দুই দলের অধিনায়কের।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকার নয়টাই। এর আগে আজ রোববার বিসিবির একাডেমী মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। শুরুতেই তার কন্ঠে উঠে আসে অতীতের স্মৃতি।
বিজ্ঞাপন
তবে সৈকত মনে করছেন হাই-ভোল্টেজ ম্যাচই হবে, ‘অনুভব তো অবশ্যই করি। আমি যখন ঢাকা লিগ শুরু করেছি, ওই সময় থেকেই আবাহনী-মোহামেডানের একটা হাই ভোল্টেজ ম্যাচ সব সময় আমরা দেখে থাকি। আমি নিজেও অনেকবার মুখোমুখি হয়েছি। আশা করছি সুপার লিগ থেকে ওই অনুভবটা পাবো।’
চলমান ডিপিএলে নিজের দল নিয়ে সৈকত বলেন, 'আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে খুব ভালো খেলে আসছি। ওই আত্মবিশ্বাস তো আছে। আমি মনে করি আমাদের খুব গোছানো একটা দল, প্রতিটা প্লেয়ারই ভালো টাচে আছে। ওই জায়গা থেকে তো অবশ্যই আশাবাদী। জেতার জন্যই খেলতে নামবো অবশ্যই।’
সুপার লিগে মোহামেডানের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদাররা না থাকার সুযোগ কাজে লাগাতে চান সৈকত, 'মোহামেডান যখন সাকিব ভাই, রনি তালুকদার, মিরাজ ছাড়া খেলছে, ওই সময় তাদের দল যেভাবে চেয়েছে ওভাবে ফল পায়নি। যদিও দলে রিয়াদ ভাই ছিল। সাকিব ভাইরা আসার পর দলের অবস্থান ভালো দিকে গেছে, সুপার লিগে উঠেছে। এখন তারা নেই, এটা অবশ্যই তাদের জন্য একটা ডিজএডভান্টেজ যে মেইন খেলোয়াড়দের পাচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য একটা এডভান্টেজ। আমরা সেই সুযোগটি নিতে চাই।’
এদিকে মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, ‘আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। বড় রান করলে অবশ্যই ওদের জন্য চাপ থাকবে।’
গেল কয়েক বছর আবাহনীর সাথে ভালো করছে না মোহামেডান। তবে এবার সেটা বদলাতে চান ইমরুল, ‘এটাতো অবশ্যই (আবাহনী-মোহেডান খেলার চাপ থাকে)। যারা খেলে তারা তো অনুভব করে আবাহনী-মোহামেডান ম্যাচে ভিন্ন আবহ থাকে। গত কয়েক বছর মোহামেডান ভালো করছে না আবাহনীর সাথে, তবে এবার আমরা চেষ্টা করবো। এখনো একটা ম্যাচ আছে।’
এসএইচ/এইচজেএস