ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বশেষ দুই আসরেই নিজেদের ৫০ শতাংশের বেশি ম্যাচে একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এবার যেন খানিকটা উপেক্ষিতই এই বাংলাদেশি পেসার। দিল্লির হয়ে চলমান আসরে এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র দুটি। সেখানে বল হাতে সুবিধা করতে না পারায় সাইড বেঞ্চে বসে সময় পার করতে হচ্ছে বাঁহাতি এই পেসারকে। তবে চন্ডিকা হাথুরুসিংহের ধারণা, অফফর্ম নয়, ভিন্ন কোনো কারণেই একাদশে জায়গা পাচ্ছেন না দ্য ফিজ।

বিসিবির প্রধান কোচের মতে, কেউ যখন ম্যাচ খেলে না তখন তার পারফরম্যান্স নিয়ে কথা বলা কঠিন। যদিও দিল্লি দুই ম্যাচে বাজিয়ে দেখেছে মুস্তাফিজকে। সবমিলিয়ে ৭ ওভার বোলিং করে ৭৯ রান খরচ করে শিকার করেছেন ১ উইকেট। আসরে ওভার প্রতি তিনি দিয়েছেন ১১.২৯ রান করে। অথচ পুরো আইপিএল ক্যারিয়ারে তার ইকোনোমি ৮ এর নিচে।

শনিবার (২৯ এপ্রিল) সিলেটে গণমাধ‌্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স প্রসঙ্গে হাথুরু বলেন, '(মুস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’

আরও পড়ুন>>> মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি বলল ‘আগুন আসছে’

এদিকে হঠাৎ করেই গতকাল শুক্রবার পারিবারিক কারণে আইপিএল ছেড়ে দেশে ফেরেন লিটন দাস। আর আগামী মাসের শুরুর দিকেই জাতীয় দলের ইংল্যান্ড সফর থাকায় আইপিএলের এবারের আসরে তার আর খেলার সম্ভবনা নেই। এ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে, লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’

এসএইচ/এইচজেএস