কখনোই ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলিনি, জানালেন বাবর
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৯ রান করে আউট হয়ে যান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ফিফটি হাতছাড়া হলেও ওই ম্যাচে তিনি দেশের দ্রুততম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। একইসঙ্গে দ্রুততম এই মাইলফলকে পৌঁছার ক্ষেত্রে তিনি বিশ্বে ৬ষ্ঠ। তবে বাবরকে একটি কথা সাম্প্রতিক সময়ে বেশ পীড়া দিচ্ছিল। সেটি হচ্ছে- ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন বাবর। এতদিন বিষয়টি নিয়ে কিছু না বললেও, এবার তিনি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাঁচ উইকেটে জয় পায় স্বাগতিক পাকিস্তান। ম্যাচ শেষে নিজের সবমিলিয়ে ১২ হাজার রানের কীর্তি নিয়ে স্থানীয় একটি ওয়েবসাইটে জানতে চাওয়া হয়। সেই সময়ই এই ডান-হাতি ব্যাটার ব্যক্তিগত কোনো মাইলস্টোনের বিষয়ে মনোযোগ থাকে না বলে দাবি করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> ১২ হাজারি ক্লাবে বাবর, অল্পের জন্য হাতছাড়া কোহলি
বাবর বলছেন, ‘আমি কখনোই ব্যক্তিগত অর্জনের প্রতি মনোযোগ দিই না। সবসময় দলের স্বার্থ ও জয়ের জন্য প্রয়োজনীয় পারফর্ম করার কথা মাথায় নিয়ে মাঠে নামি। তবে এটি ঠিক যে যখন এ ধরনের টার্গেট নিয়ে নামা হয়, তখন স্বাভাবিকভাবেই মাইলস্টোনও ধরা দেবে। তবে আমাদের উচিত ম্যাচের জন্য কার্যকরী ইনিংস খেলার লক্ষ্য ঠিক রাখা। আর সেই মানসিকতার অংশ হিসেবেই আসবে মাইলস্টোন ও ব্যক্তিগত অর্জন।’
দলের জয়ে কতটুকু অবদান রাখা যায় সেটাই গণনায় রাখেন বলে মন্তব্য বাবরের, ‘দেশের সাফল্য লক্ষ্যে নিয়ে মাঠে নামি। এতে ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার ইচ্ছা কমই থাকে। তাই এই ম্যাচে ওই রেকর্ড ভাঙব, এরকম টার্গেট থাকে না। তবে দলের হয়ে ম্যাচ ও টুর্নামেন্ট জয়ে কতটা অবদান রাখতে পারছি, তা অবশ্যই হিসাবে থাকে।’
— Cricket Pakistan (@cricketpakcompk) April 29, 2023
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে জয়ের নায়ক বনে যান ফখর জামান। তার মুখেও ঝরেছে বাবর ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের প্রশংসা। এ বিষয়ে বাবরকে প্রশ্ন করা হলে তিনি এটিকে প্রকৃত বন্ধুত্বের উদাহরণ বলে মন্তব্য করেন। দলের সংস্কৃতিটাই এমন বলে উল্লেখ করেন বাবর, ‘ফখর যা বলেছেন তা আমাদের দলের সংস্কৃতিরই প্রতিফলন। আমরা আবার একে অপরকে উৎসাহিত করি। আমরা আমাদের পরিবারের সাথে যা করি, তার চেয়ে অনেক বেশি সময় কাটাই একে অপরের সঙ্গে। এতে একটি ভাল বন্ধনের ফলে সতীর্থদের পাশে দাঁড়ানো এবং একে অপরের সাফল্য উপভোগ করার অভ্যাস তৈরি হয়েছে।’
আজ (২৯ এপ্রিল) পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
এএইচএস