আইপিএলের জমজমাট আসর চলছে ভারতে। কিন্তু এর মাঝেও আলোচনা চলছে অস্ট্রেলিয়ার সঙ্গে রোহিত শর্মাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নিয়ে। সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াইকে ঘিরে দু’দলই নানা কৌশল আঁটছেন। তবে সম্প্রতি ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করে কিছুটা চাঞ্চল্য তৈরি করেছে ভারত। তবে অজিদের বিপক্ষে আগুনে সেই লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। সমান আগ্রহ ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ারও। তবে তিনি ফাইনাল ম্যাচে ভারতীয় দলে দুজন স্পিনার খেলানোর বিপক্ষে মত দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচটিকে ঘিরে একটি বিশ্লেষণ হাজির করেছেন আকাশ। ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া ফাইনাল ম্যাচ নিয়ে ভারতীয় এই সাবেক ক্রিকেটার বলছেন, ‘ওভালের পিচ সাধারণত ভাল। বাউন্সও রয়েছে। আমার মনে হয় ফাস্ট বোলাররা কিছুটা সাহায্য পাবে। তবে যে লড়াইটা দেখার জন্য সবার মতো আমিও অপেক্ষায় রয়েছি, তা হলো কামিন্স বল করছে কোহলিকে। এই ডুয়েলটাই অস্ট্রেলিয়ায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছিল।’

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া

তবে বাউন্সি উইকেটে ভারতের দুজন স্পিনার খেলানো ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন আকাশ, ‘শেষবার ভারত যখন ইংল্যান্ডে খেলতে গিয়েছিল, তখন রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানো হয়েছিল। জাদেজাকে পাঁচ না ছয়ে ব্যাট করতে পাঠানো হবে, এখন সেটাই দেখার বিষয়। যদি সেটাই হয়, তাহলে জাদেজা ও অশ্বিন একসঙ্গেই খেলবে। ইংল্যান্ডের গ্রীষ্মের প্রথমার্ধে দুজন স্পিনারকে ব্যবহার করা ঝুঁকির ব্যাপার হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামিকে ব্যবহার করতে হবে। তবে জাদেজা ও অশ্বিনের মধ্যে কেউ একজন না খেললে, শার্দুল ঠাকুরকে খেলানো যেতে পারে।’

আরও পড়ুন >> চমক রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে পাঁচ দিনের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হবে। এটি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত।

সম্প্রতি ঘোষিত ভারত স্কোয়াডে বড় চমকের নাম অজিঙ্কা রাহানে। চলতি আইপিএলে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে ইনজুরিতে ছিটকে যাওয়া শ্রেয়াস আয়ারের জায়গায় দলে ফেরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। দলে ওপেনার হিসেবে রয়েছেন শুভমান গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে তাকে।

এএইচএস