ধোনির পরামর্শেই জাতীয় দলে ফেরা রাহানের!
টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেক। বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা তো রাহানের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন; কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। তবে রাহানের আইপিএল দল চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি না থাকলে নাকি তার জাতীয় দলে ফেরা হতো না।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, শ্রেয়স ইনজুরিতে পড়ার পর আজিঙ্কা রাহানে জাতীয় দলের পরিকল্পনায় আসেন। তার ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে এবং সফলও হয়েছেন। তবে অবশ্যই তিনি এক বছর বা তার বেশি সময় ধরে সেটআপে ছিলেন না। রঞ্জি ট্রফিতে তিনি কেমন পারফর্ম করেছেন, সেটা আমরা দেখেছি। এ কারণেই রাহুল (দ্রাবিড়) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এমএস ধোনিকে ফোন করেছিলেন।
বিজ্ঞাপন
ইনজুরির কারণে শ্রেয়স আইয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা দুজনেই রাহানেকে আরো একটি সুযোগ দিতে আগ্রহী ছিলেন। অন্যদিকে সরফরাজ খানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে নিয়েও আলোচনা ছিল। কিন্তু আইপিএলে ভালো করতে পারেননি সরফরাজ। তাই দারুণ ছন্দে থাকা অভিজ্ঞ রাহানেকেই সেরা সম্ভাব্য বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়।
এইচজেএস